Homeশিল্প-বাণিজ্যবাজেট ২০২৩: 'ডিজিটাল রুপি' নিয়ে বিশেষ প্রত্যাশা

বাজেট ২০২৩: ‘ডিজিটাল রুপি’ নিয়ে বিশেষ প্রত্যাশা

প্রকাশিত

নয়াদিল্লি: সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির পরিকল্পনাকে সামনে রেখেই ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি (CBDC) নিয়ে আগ্রহ দেখিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সম্প্রতি, ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক পাইলট ‘ডিজিটাল রুপি’ (digital rupee) প্রকল্পও চালু করেছে। বর্তমান পাইলট প্রকল্প থেকে শিক্ষা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্পটিকে আরও প্রসারিত করা হতে পারে বলে জানা গিয়েছে।

অর্থের ভবিষ্যৎ

সিবিডিসি পাইলট প্রকল্প চালুর পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, এই পদক্ষেপ বল জোগাতে পারে ‘ডিজিটাল রুপি’-কে। একটি সাম্প্রতিক ইভেন্টে তিনি বলেছিলেন, “কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির জারি করা ডিজিটাল মুদ্রাগুলি হল অর্থের ভবিষ্যৎ এবং এটি গ্রহণ করলে লজিস্টিক এবং মুদ্রণ খরচ বাঁচাতে সাহায্য করতে পারে”।

১ ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই আবহে শিল্প পর্যবেক্ষকরা ডিজিটাল রুপির বিষয়ে কিছু ঘোষণার প্রত্যাশা করছেন। তাঁদের মতে, এ বারের বাজেটে অন্যতম আলোচনার বিষয়গুলির মধ্যে একটি ডিজিটাল রুপি। সিবিডিসির জন্য অফলাইন, ক্রস-বর্ডার পেমেন্ট (cross-border payment) এবং ডিজিটাল সম্পদ ইকোসিস্টেম (digital asset ecosystem) সক্ষম করার ব্যবস্থা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

কমবে ঝক্কিও

শেষ বার বাজেট অধিবেশনে বক্তৃতা করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, “ডিজিটাল রুপি আরও দক্ষ এবং সস্তা মুদ্রা ব্যবস্থাপনা ব্যবস্থার দিকে নিয়ে যাবে”। এর ফলে দেশের টাকা ছাপার খরচ কমবে। কিন্তু টাকার উপর শীর্ষ ব্যাঙ্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এর ফলে নগদ বয়ে বেরানোর ঝক্কিও থাকবে না। প্রথাগত নগদের লেনদেনের উপর সরকারের নজরদারি যেমন কঠিন, তা কিন্তু এই লেনদেনে থাকবে না।

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্কের দাবি, ডিজিটাল রুপির ব্যবহারে নগদ ছাপানোর খরচ কমবে। পাশাপশি নগদে লেনদেনের উপর নজর রাখাও সহজ হবে। আমরা যে নোট লেনদেনের জন্য ব্যবহার করি তার ডিজিটাল রূপ এটা। এর জন্য ব্যবহারকারীর ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা জরুরি নয়। এই টাকা ম্যানিব্যাগের বদলে থাকবে আপনার মোবাইলের ডিজিটাল ওয়ালেটে।

বাহামাস, সেন্ট কিটস, গ্রেনাডা, অ্যান্টিগার মতো কয়েকটি দেশে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ই-মুদ্রা। রাশিয়ায় পরীক্ষামূলক ব্যবহার শেষ হয়ে সবার ব্যবহারের জন্য চালু হওয়ার রাস্তা। চিনও তৈরি। বিশ্বের অন্যান্য দেশগুলিও এ নিয়ে ভাবনা চিন্তা করছে।

আরও পড়ুন: এ বার ভিডিও স্ট্যাটাস, নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ

সাম্প্রতিকতম

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...