Homeশিল্প-বাণিজ্যরফতানিতে নিষেধাজ্ঞা, চাল চোরাচালান বেড়েই চলেছে ভারত-নেপাল সীমান্তে

রফতানিতে নিষেধাজ্ঞা, চাল চোরাচালান বেড়েই চলেছে ভারত-নেপাল সীমান্তে

প্রকাশিত

নিত্যদিন ভোরবেলায় একই ছবি। ভারত-নেপাল সীমান্তে অবস্থিত গ্রামগুলিতে তখনও কাকপক্ষী ডাকেনি। তবে শুরু হয়ে গিয়েছে বেআইনি কার্যকলাপ।

ঘটনায় প্রকাশ, কিছু স্থানীয় বাসিন্দা পায়ে হেঁটে বা ছোট যানবাহনে প্রতিবেশী দেশে চাল পাচারের জন্য রওনা দিচ্ছে ভোরসকালে। অল্পবয়সি বেকার যুবক-যুবতী, এমনকী কখনও কখনও বয়স্করাও স্থানীয় চোরাচালানকারীদের বাহক হিসাবে কাজ করছেন। সীমান্তের ওপারে নেপালি ব্যবসায়ীদের গুদামে এক কুইন্টাল চাল পৌঁছে দেওয়ার জন্য ৩০০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। যত বেশি চাল পৌঁছে দেওয়া যাবে, ততই ভরবে পকেট।

পুলিশ সূত্র উদ্ধৃত করে ইকনোমিকস টাইমস-এর রিপোর্ট বলছে, লক্ষ্মীনগর, থুথিবাড়ি, নিচলৌল, পার্সা মালিক, বরগাদোয়া, ভগবানপুর, শ্যাম কাট, ফারেনিয়া, হার্দি ডালি এবং খানুয়া হল এমন কিছু গ্রাম যেখান থেকে নেপালে পাড়ি দেওয়া খুব সহজ। সেই রাস্তা দিয়েই চাল পাচার করা হয়।

চোরাচালানের কাজে যুক্ত এক ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে বলেন, “নেপালি ব্যবসায়ীরা সীমান্তে ছোটো গুদাম তৈরি করেছেন। যেখানে আমরা চোরাচালান করা চাল মজুত করি। প্রতি সপ্তাহে গুদামগুলি খালি করা হয় এবং সংগ্রহ করা চাল একটি বড়ো গুদামে স্থানান্তরিত হয়।” এই কাজের বেশির ভাগটাই ভোরবেলায় হয় বলে জানান তিনি। তবে দুপুরের খাওয়াদাওয়ার পর থেকে রাত নামার আগেই চালের বস্তা অন্যত্র সরিয়ে ফেলা হয়। কারণ, এর পরে ধরা পড়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। একেকটি বস্তায় অন্তত পক্ষে ১০ কেজি চাল বহন করা হয়।

সরকারি কর্তাদের মতে, সশস্ত্র সীমা বল বা এসএসবি এবং পুলিশ নেপালে পাচার করা ১১১.২ টনেরও বেশি চাল বাজেয়াপ্ত করেছে। এ ভাবে চোরাচালান বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও ব্যাপক লাভের হাতছানিতে অবৈধ কাজ ক্রমশ বাড়ছে।

স্থানীয় চাল ব্যবসায়ীরা জানাচ্ছেন, অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং আসন্ন উৎসবের মরশুমে চালের খুচরো দাম নিয়ন্ত্রণে রাখতে জুলাই মাসে নন-বাসমতি সাদা চাল রফতানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। যে কারণে গত কয়েক মাসে নেপালে চালের দাম বেড়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে নেপালে চাল রফতানি করতেন এমন ব্যবসায়ীরা জানাচ্ছেন, যে চাল এখানে ১৫-২০ টাকা প্রতি কেজি দামে বিক্রি হয়, সেটাই নেপালে গিয়ে হয়ে যায় ৭০ টাকা প্রতি কেজি। অর্থাৎ, সহজেই বোঝা যায় ব্যাপক লাভের হাতছানিতেই চোরাচালানের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।

আরও পড়ুন: মালদায় ধানক্ষেতের পাশ থেকে মহিলার দেহ উদ্ধার, মুখ দগ্ধ অ্যাসিডে, শরীরে কাটাছেঁড়া, পাশে পড়ে গর্ভনিরোধক

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

ব্যবসায় হাত পাকাচ্ছেন ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া, বিনিয়োগ এই স্টার্টআপে

ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রো সুপারস্টার এখন হাত পাকাচ্ছেন ব্যবসাতেও। সম্প্রতি একটি...

‘সত্যিকারের অগ্নিকন্যা’, মমতার প্রশংসায় পঞ্চমুখ রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি

কলকাতা: মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হয়ে গেল দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। বিশ্ব বাংলা...

দীপাবলিতে ‘মহরত ট্রেডিং’ কী? এক নজরে এর ইতিহাস ও তাৎপর্য

আজ (রবিবার) দীপাবলির বিশেষ দিনে মহরত ট্রেডিং। দীপাবলি উৎসব শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্যও খুব...