Homeশিল্প-বাণিজ্যপরপর ৪ দিন ব্যাঙ্ক বন্ধ, যাওয়ার আগে এই তালিকায় নজর বুলিয়ে নিন

পরপর ৪ দিন ব্যাঙ্ক বন্ধ, যাওয়ার আগে এই তালিকায় নজর বুলিয়ে নিন

প্রকাশিত

মহালয়া মানেই শুরু উৎসবের মরশুম। দুর্গাপুজো দিয়ে শুরু হয়ে দেশ জুড়ে অব্যাহত থাকবে একের পর এক উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ছুটির আমেজও তুঙ্গে থাকা স্বাভাবিক। বিশেষ করে ব্যাঙ্কগুলিতে টানা ছুটি থাকতে চলেছে।

এই উৎসবের মরশুমে দেশের বেশ কিছু জায়গায় টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সাধারণত ব্যাঙ্কগুলোতে এক বা দু’দিনের সাপ্তাহিক ছুটি থাকে। মাসের সব রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকে। এই কারণে, প্রত্যেক মাসের দু’টি সপ্তাহে ব্যাঙ্কগুলিতে দু’দিনের সাপ্তাহিক ছুটি থাকে।

তবে এ বার পরিস্থিতি একটু ভিন্ন হতে চলেছে। অনেক রাজ্যে, ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। ২১ অক্টোবর মাসের তৃতীয় শনিবার, তবে সেই দিন মহাসপ্তমীর কারণে অনেক রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে। ২১ অক্টোবর ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এরপর ২২ অক্টোবর রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সোমবার, ২৩ অক্টোবর, মহানবমী উপলক্ষে ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এর পরে, ২৪ অক্টোবর মঙ্গলবার দশেরা বা দশমী উপলক্ষে ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এভাবে তিন রাজ্য ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গে টানা চারদিন ব্যাঙ্কগুলির কাজ বন্ধ থাকবে।

এমনিতে অক্টোবরে পুরো মাস জুড়ে ভারতে উৎসবের মরশুম। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে ব্যাঙ্কগুলোতে প্রচুর ছুটি থাকে। গ্রাহক যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আগে থেকেই ছুটির তালিকা প্রকাশ করে। এই মাসে, রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার-সহ অনেক রাজ্যের ব্যাঙ্কগুলিতে মোট ১৫ দিন ছুটি। ব্যাঙ্কের বেশ কিছু ছুটি রাজ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।

মাসের বাকি দিনগুলিতে কোথায় কবে ব্যাঙ্ক বন্ধ:

১৫ অক্টোবর, ২০২৩: রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।

১৮ অক্টোবর ২০২৩: কাটি বিহুর কারণে গুয়াহাটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২১ অক্টোবর, ২০২৩: দুর্গাপুজো/মহা সপ্তমীর কারণে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

২২ অক্টোবর ২০২৩: রবিবারের কারণে সারাদেশের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

২৩ অক্টোবর, ২০২৩: দুর্গাপুজো/মহা নবমীর কারণে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

২৪ অক্টোবর, ২০২৩: দশেরার কারণে, হায়দরাবাদ এবং ইম্ফল ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২৫ অক্টোবর, ২০২৩- দুর্গাপুজো (দসাই) উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২৬ অক্টোবর, ২০২৩- দুর্গাপুজো (দসাই)/অ্যাক্সিশন ডে-র জন্য গ্যাংটক, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ অক্টোবর, ২০২৩: দুর্গাপুজোয় (দশাই) গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৮ অক্টোবর, ২০২৩: লক্ষ্মীপুজো এবং চতুর্থ শনিবারের কারণে কলকাতা-সহ সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২৯ অক্টোবর, ২০২৩: সারা দেশে ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।

৩১ অক্টোবর, ২০২৩: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে অমদাবাদে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

উল্লেখ্য, প্রতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই তালিকাটি দেখে নেওয়া যায়। যদি ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকে, তা হলে ছুটির আগের দিনই মিটিয়ে নিতে পারেন। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনার কাজ সেরে নিতে পারেন।

আরও পড়ুন: পাসপোর্ট কেলেঙ্কারি! বাংলা, সিকিমের অন্তত ৫০ জায়গায় সিবিআই অভিযান

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিলে গুণতে হবে বেশি টাকা, বাড়ল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের ইএমআই-এর উপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের ইএমআই আরও ব্যয়বহুল হতে পারে। গৃহঋণের ক্ষেত্রে এর প্রভাব কম থাকতে পারে, কারণ গৃহঋণের সুদের হার রেপো রেটের উপর নির্ভর করে।

অনলাইনে খাবার অর্ডারের চার্জ বাড়াল সুইগি, জোমাটো, কত বাড়তি দিতে হবে?

প্রতি অর্ডারে ১ টাকার বৃদ্ধি গ্রাহকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাগুলি। তবে জোমাটো প্রতিদিন ২২-২৫ লাখ অর্ডার ডেলিভার করে, যার ফলে এই ফি বৃদ্ধিতে প্রতিদিন অতিরিক্ত ২৫ লাখ টাকা আয় বাড়াবে।

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?