Homeশিল্প-বাণিজ্যজিএসটি করদাতাদের স্বস্তি! রেজিস্ট্রেশন বাতিল ঠেকাতে মিলবে আবেদন জানানোর সুবিধা

জিএসটি করদাতাদের স্বস্তি! রেজিস্ট্রেশন বাতিল ঠেকাতে মিলবে আবেদন জানানোর সুবিধা

প্রকাশিত

যে সমস্ত জিএসটি রেজিস্ট্রেশনের উপর রিটার্ন দাখিল করা হচ্ছে না, সেগুলি বাতিল করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এই বাতিলকরণ প্রত্যাহারের জন্য আবেদন জানানোর সুবিধাও রয়েছে। জানা গিয়েছে, এ রকম ক্ষেত্রে আবেদন জানানোর সময়সীমা রাখা হয়েছে আগামী ৩০ জুন।

এর জন্য কেন্দ্রীয় জিএসটি আইন সংশোধন করেছে অর্থমন্ত্রক। যে সমস্ত ব্যবসার রেজিস্ট্রেশন ২০২২ সালের ৩১ ডিসেম্বরের আগে বাতিল করা হয়েছে এবং সেগুলির মধ্যে যেগুলি নির্ধারিত সময়ের মধ্যে বাতিলকরণ প্রত্যাহারের আবেদন করতে ব্যর্থ হয়েছে, তারা আগামী ৩০ জুনের মধ্যে এটা করার জন্য দায়বদ্ধ থাকবে।

কেন্দ্রের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে যে, জিএসটি রেজিস্ট্রেশন বাতিল হওয়ার তারিখ পর্যন্ত কোনো ব্যবসায়ী রিটার্ন দাখিল করলেই বাতিলের আবেদন করা যাবে। এ ছাড়াও, নিয়মানুযায়ী সুদ, জরিমানা এবং লেট ফি দিতে হবে।

জিএসটিআর-১০ নির্ধারিত তারিখে জমা করতে পারেননি,অর্থমন্ত্রকে রেজিস্টার্ড সংস্থাগুলির জন্য ১ হাজার টাকা লেট ফি নির্ধারণ করা হয়েছে। আইন অনুসারে, যে করদাতারা নিজেদের জিএসটি রেজিস্ট্রেশন বাতিল করতে চান, তাঁদের জিএসটিআর-১০ ফাইল করতে হবে। রেজিস্ট্রেশন বাতিল করার জন্য এই রিটার্নটি তিন মাসের মধ্যে দাখিল করতে হয়।

এ ছাড়াও, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাতিল রদের জন্য আবেদন শুধুমাত্র ৩০ জুনের মধ্যে করা যাবে, পরবর্তীতে এই তারিখটি আর বাড়ানো হবে না। তা যাইহোক, সরকারের এই পদক্ষেপে স্বস্তি পাচ্ছেন একাংশের জিএসটি করদাতারা।

ফেব্রুয়ারিতে বৈঠকে বসেছিল কেন্দ্র ও রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সমন্বয়ে গঠিত জিএসটি কাউন্সিল। বৈঠকে সুপারিশ করা হয়েছিল, এই ধরনের জিএসটি করদাতাদের জন্য (যাদের রেজিস্ট্রেশন রিটার্ন দাখিল না করার জন্য বাতিল করা হয়েছে) বাতিলকরণ প্রত্যাহারের জন্য আবেদন জানানোর অনুমতি দেওয়া হবে। তারা যাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জানাতে পারে, সেই পদক্ষেপই নেওয়া হবে।

আরও পড়ুন: এ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান, আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি অর্থমন্ত্রকের

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...