Homeশিল্প-বাণিজ্যজিএসটি-র আওতায় আসবে পেট্রোল-ডিজেল?

জিএসটি-র আওতায় আসবে পেট্রোল-ডিজেল?

প্রকাশিত

জয়পুর: পেট্রোল (petrol) এবং ডিজেল (diesel)-কে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি (GST)-র আওতায় আনা যেতে পারে। তবে সব থেকে আগে দরকার এই বিষয়ে জিএসটি কাউন্সিলের পদক্ষেপ। সোমবার, জয়পুরে বাজেট-পরবর্তী আলোচনার উপর বক্তৃতা করার সময় এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।

কী ভাবে জিএসটি-র আওতায় আনা যেতে পারে

বাজেট-পরবর্তী সংবাদিক সম্মেলনে পেট্রোল-ডিজেলের দাম, মূদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান রেপো রেট এবং অন্যান্য বেশ কিছু বিষয়ের উপর বেশ কয়েকটি প্রশ্নের জবাবও দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “পেট্রোল এবং ডিজেলকে জিএসটি-র আওতায় নেওয়া যেতে পারে, যদি জিএসটি কাউন্সিলের তরফে প্রস্তাব আসে”। এই পরিষদ একটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয়, তবে রাজ্যের অর্থমন্ত্রীরা এখানে প্রতিনিধিত্ব করেন।

কেন্দ্রীয় সরকার এই বলে নিজের অভিপ্রায় স্পষ্ট করেছে যে তারা এটিকে জিএসটির অধীনে একটি ‘আইটেম’ হিসাবে রাখবে। মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রথমে দরকার জিএসটি কাউন্সিলের পদক্ষেপ। এ ব্যাপারে খোলামেলা আলোচনারও দরকার।

অনুমোদন প্রয়োজন কাউন্সিলের

পেট্রোল-ডিজেল জিএসটির আওতায় আসবে কি না, তা নিয়ে জল্পনা অনেক দিনের পুরনো। গত ২০২১-এর জুন মাসে একটি আবেদনের প্রেক্ষিতে কেরল হাইকোর্ট পেট্রোল, ডিজেলকে জিএসটির আওতায় আনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলে জিএসটি কাউন্সিলকে। আদালতের নির্দেশের পরে কাউন্সিল কর কাঠামোর আওতায় পেট্রোল এবং ডিজেলের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনাও করে। কিন্তু কাজের কিছুই হয়নি।

এমনিতে পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনতে মন্ত্রীসভার অনুমোদনের প্রয়োজন নেই। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর আগেও বলেছেন, পেট্রোল এবং ডিজেল ইতিমধ্যেই জিএসটি-র আওতায় রয়েছে, সেগুলোর উপর জিএসটি হার নির্ধারণের জন্য শুধুমাত্র জিএসটি কাউন্সিলের সম্মতি প্রয়োজন। যা নিয়ে কাউন্সিলের বৈঠকে রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করে করা হবে।

চেষ্টা ছাড়েনি কেন্দ্র!

পেট্রোল-ডিজেলকে জিএসটি-র আওতায় আনার বিষয়টি অতীতেও জিএসটি কাউন্সিলের বৈঠকে উঠেছিল। কিন্তু সেই বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, “আদালতের নির্দেশেই বিষয়টি আলোচনায় আনা হয়েছিল কিন্তু সদস্যরা খুব স্পষ্ট ভাবে বলেছেন, তাঁরা পেট্রোল-ডিজেলকে জিএসটি-তে অন্তর্ভুক্ত করতে চান না”। যদিও অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে পেট্রোল-ডিজেলে জিএসটি চাপানোর চেষ্টা ছাড়েনি কেন্দ্র। যা নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকে রাজ্যগুলোর সঙ্গে পরামর্শ করাও হয়েছে।

প্রকৃতপক্ষে, জ্বালানি তেল থেকে সংগৃহীত কর কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের রাজস্বের একটা অন্যতম উৎস। হয়তো বা সে কারণেই পেট্রোল, ডিজেলকে জিএসটি-র আওতায় আনতে অনীহা থাকতে পারে। কারণ হিসেবে বলা যেতে পারে, এই দুই জ্বালানিকে যদি জিএসটি-র সর্বোচ্চ স্ল্যাবের অন্তর্ভুক্ত করা হয়, তা হলেও এর উপর থেকে সংগৃহীত করের পরিমাণ এখনকার থেকে অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন: ২০২৪-এ আসন কমবে বিজেপির, বলছে সমীক্ষা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।