Homeশিল্প-বাণিজ্যরিজার্ভ ব্যাঙ্কের বড়ো সিদ্ধান্ত! এফডি-তে অব্যাহত উচ্চ হারে সুদ, ঋণের মাসিক কিস্তিতেও...

রিজার্ভ ব্যাঙ্কের বড়ো সিদ্ধান্ত! এফডি-তে অব্যাহত উচ্চ হারে সুদ, ঋণের মাসিক কিস্তিতেও স্বস্তি

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

মুদ্রানীতি কমিটির তিন দিনের বৈঠকের পর, আবারও মূল সুদের হার বা রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। শুক্রবার (৬ অক্টোবর, ২০২৩) রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট ৬.৫০ শতাংশ স্তরে বজায় রাখার ঘোষণা করলেন। আরবিআই-এর রেপো হারে কোনো পরিবর্তন না হওয়ায় এক দিকে যেমন সাময়িক স্বস্তি পেতে পারেন ঋণগ্রহীতারা, তেমনই অন্য দিকে ফিক্সড ডিপোজিটে (এফডি) বিনিয়োগকারীদের জন্য একটি স্বস্তির খবর। কারণ, ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের সুদে বাড়তি বোঝা যেমন চাপবে না, তেমনই স্থায়ী আমানতে উচ্চ সুদের হারের সুবিধা অব্যাহত থাকবে।

রেপো রেট এবং এফডি সুদের হার

দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে, গত ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট মোট ২.৫ শতাংশ বাড়িয়েছিল। এরপর থেকে তা স্থিতিশীল রয়েছে ৬.৫ শতাংশে। রেপো রেট বৃদ্ধির পর থেকে, বেশিরভাগ ব্যাঙ্ক এফডি-তে বেশি হারে সুদের অফার করে। এই হার গত তিন থেকে চার বছরের মধ্যে এখন সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, আরবিআই-এর এই সিদ্ধান্তের পর গ্রাহকরা ২-৩ বছরের জন্য এফডি-তে উচ্চ হারে সুদের সুবিধা পাচ্ছেন।

কিন্তু আরবিআই যদি রেপো রেট হ্রাস করার পথ ধরে, সেক্ষেত্রে অন্য ব্যাঙ্কগুলিও এফডি-তে সুদের হার পরিবর্তন করে। অতীতে দেখা গিয়েছে, রেপো রেট হ্রাসের সঙ্গে সঙ্গেই এফডি-তে সুদের হারও কমিয়েছে ব্যাঙ্কগুলি। এ বার আর তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

রেপো রেট এবং ঋণের ইএমআই

গত দু’বছর ধরে আরবিআই যতবার রেপো রেট বাড়িয়েছে, অন্য ব্যাঙ্কগুলিও তার সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে। এর ফলে গাড়ি, বাড়ি, পার্সোনাল লোনের ক্ষেত্রে অনেক বেশি ইএমআই গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে রেপো রেট আরও বাড়ানো হলে তা মধ্যবিত্ত শ্রেণির পকেটে বড় ধাক্কার সামিল! তবে এই নিয়ে চতুর্থ বারের জন্য রেপো রেট অপরিবর্তিত থাকায় ঋণগ্রহীতারা সামান্য হলেও স্বস্তি পেলেন।

চতুর্থ বার অপরিবর্তিত রেপো রেট

এর আগে গত আগস্ট, জুন এবং এপ্রিল মাসে,মূল সুদের হারকে ফের এক বার ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এ বার অক্টোবরেও একই সিদ্ধান্তের পুনরাবৃত্তি।

আরও পড়ুন: মুম্বইয়ে সাততলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৭, জখম ৫১

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য, শিল্পান্ন উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৩টি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক টাকায় জমি দেবে রাজ্য, তবে দু’টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

৯ জুলাই দেশজুড়ে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে শামিল হচ্ছে ব্যাঙ্ক শিল্পও। ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে, প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও।

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

ইউপিআই নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক চালু করল স্লাইস। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় শুরু হওয়া এই ব্যাঙ্কে কার্ড বা কাগজ ছাড়াই মিলবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা, থাকবে রোবট সহকারী ও ইউপিআই এটিএম।