Homeচাষবাসের খবরবড়ো ধাক্কা বন্ধুদেশ রাশিয়ার! ভারতকে সারে ছাড় বন্ধ, সুযোগ বুঝে খেলা শুরু...

বড়ো ধাক্কা বন্ধুদেশ রাশিয়ার! ভারতকে সারে ছাড় বন্ধ, সুযোগ বুঝে খেলা শুরু চিনেরও

প্রকাশিত

সারের উপর ভারতকে ছাড় দেওয়া বন্ধ করে দিয়েছে রুশ সংস্থাগুলি। এ ভাবে বাজার মূল্যে সার দেওয়ার পদক্ষেপ ভারতের আমদানি ব্যয় এবং ভরতুকি বোঝা বাড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। সুযোগ বুঝে খেলা শুরু করেছে চিনও।

রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, কঠোর আন্তর্জাতিক সরবরাহের কারণে রাশিয়ার সংস্থাগুলি ডিএপির মতো সারের উপর ছাড় দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন তারা সাধারণ বাজার দরে ভারতে সার বিক্রি করছে। গত বছর, রাশিয়া ভারতে সবচেয়ে বড়ো সার সরবরাহকারী দেশ হিসাবে আবির্ভূত হয়েছিল। রাশিয়ার এই পদক্ষেপের কারণে ভারতের জন্য সার আমদানি ব্যয়বহুল হয়ে উঠতে পারে এবং এতে সরকারের উপর ভরতুকির বোঝা বাড়বে।

এ প্রসঙ্গে মুম্বই-ভিত্তিক একটি সংস্থার এক আধিকারিক বলেছেন,” আগামী কয়েক মাসে বিধানসভা নির্বাচন হবে ৯টি রাজ্যে। তার ঠিক আগে বিশ্বব্যাপী সারের দাম বাড়ছে। কৃষকদের রক্ষা করার জন্য ভরতুকি বাড়ানো ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই”।

ওয়াকিবহাল মহলের মতে, বিশ্বব্যাপী সারের দাম বেড়েছে। চিন এখন বিশ্বের বৃহত্তম সার রফতানিকারক। সুযোগ বুঝে তারাও এখন বিশ্বের অন্যান্য দেশে বিক্রি কমানোর চেষ্টা করছে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, বিদেশি সরবরাহকারীদের সঙ্গে আলোচনার দায়িত্বপ্রাপ্ত এক শীর্ষ শিল্প কর্মকর্তা বলেছেন, এখন কোনো ছাড় পাওয়া যাচ্ছে না। রুশ সার উৎপাদক সংস্থাগুলি ভারতকে বাজার মূল্যে সার দিচ্ছে।

গত ৩১ মার্চ শেষ হওয়া ২০২২-২৩ আর্থিক বছরে রাশিয়া থেকে ভারতের সার আমদানি ২৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৪৩.৫ লক্ষ টন হয়েছে। এর কারণ হল রাশিয়া ভারতকে ডিএপি, ইউরিয়া এবং এনপিকে সারে ছাড় দিয়েছে। বলে রাখা ভালো, আগে চিন, মিশর, জর্ডন ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে সার আমদানি করত ভারত।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের সাম্প্রতিক হিসেব অনুযায়ী, দেশে মোট ১ কোটি ২৩ লক্ষ টন ডিএপি-র প্রয়োজন। এর মধ্যে ৩৪ লক্ষ ৩৪ হাজার টন উৎপাদিত হয় এ দেশেই। অন্য দিকে, দেশের ইউরিয়ার প্রয়োজন ৩ কোটি ৫০ লক্ষ টন। এর মধ্যে ২ কোটি ৪০ লক্ষ টন ইউরিয়া উৎপাদিত হয় ভারতে। বাকিটা পূরণ করা হয় আমদানির মাধ্যমে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের আবহেও ভারতের সার আমদানিতে তেমন কোনো ব্যাঘাত ঘটেনি।

আরও পড়ুন: ভারতের সঙ্গে মিশে যাবে পাক-অধিকৃত কাশ্মীর, দাবি প্রাক্তন সেনাপ্রধানের

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিলে গুণতে হবে বেশি টাকা, বাড়ল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের ইএমআই-এর উপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের ইএমআই আরও ব্যয়বহুল হতে পারে। গৃহঋণের ক্ষেত্রে এর প্রভাব কম থাকতে পারে, কারণ গৃহঋণের সুদের হার রেপো রেটের উপর নির্ভর করে।

অনলাইনে খাবার অর্ডারের চার্জ বাড়াল সুইগি, জোমাটো, কত বাড়তি দিতে হবে?

প্রতি অর্ডারে ১ টাকার বৃদ্ধি গ্রাহকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাগুলি। তবে জোমাটো প্রতিদিন ২২-২৫ লাখ অর্ডার ডেলিভার করে, যার ফলে এই ফি বৃদ্ধিতে প্রতিদিন অতিরিক্ত ২৫ লাখ টাকা আয় বাড়াবে।

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?