Homeদুর্গাপার্বণপাহাড় বাঁচানোর আবেদন নিয়ে বেলেঘাটা ৩৩ নং পল্লীবাসী বৃন্দের পুজোর থিম ’শৈলার্তি’...

পাহাড় বাঁচানোর আবেদন নিয়ে বেলেঘাটা ৩৩ নং পল্লীবাসী বৃন্দের পুজোর থিম ’শৈলার্তি’  

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: “পাহাড়ের কান্না তুমি শুনতে কি পাও? সংসারের গুরুভারে মুখ থুবড়ে পড়া মধ্যবিত্তের মতো মানুষের নির্মাণের ভারে পাহাড়ও ধসে পড়ছে নিয়ত। পাহাড়ের কান্না চাপা পড়ে যাচ্ছে রাস্তা কিংবা টানেল তৈরির জন্য ডিনামাইটের বিস্ফোরণের আড়ালে।…পর্বতদুহিতা, গিরিরাজের কন্যা পার্বতীর কাছে আমাদের নিরন্তর প্রার্থনা, মা! তুমি বাঁচাও পাহাড়কে। জাগ্রত করো মা মানুষের শুভবুদ্ধি” – এ ভাবেই মা দুর্গার কাছে কাতর আবেদন জানাচ্ছে ‘বেলেঘাটা ৩৩ নং পল্লীবাসী বৃন্দ।  

৪/৬ লেনের রাস্তা, সুড়ঙ্গ, রেললাইন, নদীর উপর বাঁধ নির্মাণের নামে যথেচ্ছ অত্যাচার হচ্ছে পাহাড়ের ওপর। পাহাড়ে ধস নামার খবর প্রায়শই খবরের শিরোনামে উঠে আসছে। শুধু ধস নয়, বিখ্যাত সব পাহাড়ি শহর ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তরাখণ্ডের জোশীমঠ, হিমাচল প্রদেশের মানালি রীতিমতো বিপন্ন। নীরবে কাঁদছে পাহাড়ও। হিমালয়-দুহিতা পার্বতীর কাছে তাই পাহাড়কে বাঁচানোর আর্তি জানাচ্ছে বেলেঘাটার এই পূজাকমিটি। তাই এ বছরে তাদের থিমের নাম ’শৈলার্তি’। সামগ্রিক সৃজনের দায়িত্বে রয়েছেন বিখ্যাত থিমশিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়।

পুজো কমিটির অন্যতম কর্তা পরিমল দে জানালেন, “নানা ধরনের নির্মাণকাজের জন্য বিভিন্ন জায়গায় পাহাড় ধসে যাচ্ছে। পাহাড়ে আমরা যাই শান্তির খোঁজে। আমরা আমাদের থিমের মাধ্যমে সচেতনতার বার্তা দিতে চাইছি – অনেক হয়েছে নির্মাণকাজের নামে পাহাড়ের ওপর এই অত্যাচার। এ বার বন্ধ হোক এ সব। পাহাড়কে রক্ষা করার বার্তা দিতে চাইছি আমরা।”

পরিমলবাবু জানালেন, এ বার ইকোফ্রেন্ডলি পুজো হচ্ছে। বাঁশ, লোহা, লোহার জাল, রড এ সব ব্যবহার করা হচ্ছে। তবে পুরো প্যান্ডেলই রিসাইকল করা হবে। কিছুই ফেলা যাবে না। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই সনাতনী প্রতিমা হবে।

আরও পড়ুন

‘ঋতুমতী, এসো পূর্ণ করো’, এ বারের পুজোয় সামাজিক বার্তা দিচ্ছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী

৭০ বছরে সুরুচি সংঘের পুজো, এ বারের থিম ‘মা তোর একই অঙ্গে এত রূপ’  

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

বিশ্বের মোট ডায়াবেটিস রোগীর এক-চতুর্থাংশই ভারতে: ল্যানসেট রিপোর্ট

গোটা বিশ্বে এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে মধুমেহ বা ডায়াবেটিস রোগ। প্রতি বছর ১৪...

এ বার বাতাসের গুণমান জানিয়ে দিচ্ছে গুগল ম্যাপস

আজকাল সব দেশের মানুষই কমবেশি বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির...

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

পরিবহনমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা বিমানবন্দরে র‌্যাপিডোর নতুন ‘এয়ারপোর্ট ক্যাব সার্ভিস’ উদ্বোধন

কলকাতা: ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র‌্যাপিডো (Rapido) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) মিলে...

আরও পড়ুন

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায়...

মহানগরীতে ঠাকুর দেখা ২: রাজীব বসুর ক্যামেরায়

কলকাতা: দুর্গাসপ্তমী চলে গেল। এখন গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পুজোর আর মাত্র ২টি দিন বাকি...

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে