Homeশরীরস্বাস্থ্যরান্নাঘরের ধোঁয়াতেই বিপদ! ঘরের বায়ুদূষণে মস্তিষ্কের ক্ষতি, বেশি ঝুঁকিতে মহিলারা

রান্নাঘরের ধোঁয়াতেই বিপদ! ঘরের বায়ুদূষণে মস্তিষ্কের ক্ষতি, বেশি ঝুঁকিতে মহিলারা

প্রকাশিত

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের একদল গবেষক সম্প্রতি গবেষণা চালিয়ে দেখেন শুধু বাইরের নয় ঘরের ভেতরের বায়ুদূষণের কারণেও মহিলারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। রান্নাঘরের ক্ষতিকর কালো ধোঁয়ার কারণে পুরুষদের তুলনায় মহিলাদের বেশি মস্তিষ্কের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ সাউথ ইস্ট এশিয়া নামক জার্নালে। 

আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও গবেষণায় যোগ দেন। তাঁরা কর্নাটকের শ্রীনিবাসপুরা নামক গ্রামের বয়স্ক মহিলাদের ওপর গবেষণা চালান। তাঁদের এমআরআই ব্রেন স্ক্যান বিশ্লেষণ করে দেখা হয়। গবেষণায় বলা হয়েছে, কাঠের উনুনে রান্না করার সময় যদি এমন জায়গায় রান্না করা হয় যেখানে হাওয়া চলাচল ভালো করে হয় না সেই বদ্ধ জায়গায় রান্না করলে কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইডের মতো বায়ুদূষণ সৃষ্টিকারী গ্যাসের নির্গমন হয়। এছাড়াও বাতাসে ধূলিকণা মিশে মস্তিষ্কে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে তোলে। মস্তিষ্ক ফুলে ওঠে। সেন্টার ফর ব্রেন রিসার্চ -শ্রীনিবাসপুরা এজিং, নিউরো সেনিসেন্স, অ্যান্ড কগনিশনের সাহায্যে ৪৫ বছরের ঊর্ধ্বে ৪১০০ জনের ওপর গবেষণা চালানো হয়। 

গবেষণায় দেখা যায় গ্রামের যে সব মহিলা কাঠের উনুনে রান্না করেন তাঁদের মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস নামক জায়গার ভলিউম কমছে। মস্তিষ্কের এই জায়গা স্মৃতিশক্তি, কথাবার্তাকে নিয়ন্ত্রণ করে। গবেষণায় স্পষ্ট বলা হয়েছে, ঘরের ভেতরের বায়ুদূষণের কারণে পুরুষদের তুলনায় মহিলারা ডিমেনশিয়া, অ্যালঝাইমার্সের মতো মস্তিষ্কের বিভিন্ন রোগে বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন: অফিসে মানসিক চাপেই ডায়াবেটিস! মহিলারা সবচেয়ে ঝুঁকিতে, বলছে গবেষণা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।