Homeশরীরস্বাস্থ্যমহামারীর আকার নিচ্ছে স্থুলতা, সিঙ্গারা, কচুরিতে কতো তেল— জানিয়ে সরকারি দফতরে বোর্ড...

মহামারীর আকার নিচ্ছে স্থুলতা, সিঙ্গারা, কচুরিতে কতো তেল— জানিয়ে সরকারি দফতরে বোর্ড লাগাতে পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের

ভারতে বাড়ছে স্থূলতা ও অসংক্রামক রোগ। তা রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ—সব সরকারি অফিসে বসুক ‘অয়েল অ্যান্ড সুগার বোর্ড’, ছাপা হোক স্বাস্থ্য-বার্তা। উদ্যোগের মূল লক্ষ্য সচেতনতা এবং সুস্থ জীবনযাপন।

প্রকাশিত

ভারতে স্থূলতা এবং অসংক্রামক রোগের (NCDs) বাড়বাড়ন্ত রুখতে ‘অয়েল অ্যান্ড সুগার বোর্ড’ বসানোর পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার থেকে সমস্ত মন্ত্রক, সরকারি দফতর ও স্বশাসিত সংস্থায় ঝোলানো হবে এমন বোর্ড যেখানে জনপ্রিয় ভারতীয় স্ন্যাক্স—যেমন সিঙ্গারা, কচুরি, ফ্রেঞ্চ ফ্রাই, বাডাপাও ইত্যাদিতে থাকা তেল ও চিনি-র পরিমাণ স্পষ্ট করে জানানো হবে।

২১ জুন লেখা চিঠিতে স্বাস্থ্যসচিব পুন্য সলিলা শ্রীবাস্তব জানান, “ভারতে স্থূলতা দ্রুত বাড়ছে, বিশেষ করে শহরাঞ্চলে। NFHS-5 অনুযায়ী প্রতি ৫ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার।” শিশুদের মধ্যেও স্থূলতা উদ্বেগজনক হারে বাড়ছে বলেই আশঙ্কা।

 ভয়াবহ পূর্বাভাস

The Lancet GBD 2021’ নামক এক আন্তর্জাতিক সমীক্ষায় বলা হয়েছে, “ভারতে ২০২১ সালে স্থূল ও অতিরিক্ত ওজনযুক্ত প্রাপ্তবয়স্কের সংখ্যা ছিল প্রায় ১৮ কোটি। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৪.৯ কোটিতে, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।”

আরও পড়ুন: অতিরিক্ত নুন খেয়ে নীরব মহামারি ডেকে আনছেন ভারতীয়রা! আইসিএমআরের গবেষণায় নতুন সতর্কবার্তা

মন্ত্রকের পরামর্শ

  • সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ‘অয়েল ও সুগার বোর্ড’ ঝোলানো
  • বোর্ডে প্রতিদিন খাওয়া স্ন্যাক্সে গোপন ফ্যাট ও চিনি-র পরিমাণ প্রদর্শন
  • চিঠিপত্র, খাম, অফিস ফোল্ডার, নোটপ্যাড-এ ছাপা হবে স্বাস্থ্য বার্তা
  • জলখাবার ও ক্যান্টিনে কম তেল ও কম চিনি-যুক্ত খাবার নিশ্চিত করতে হবে
  • অফিসে সিঁড়ি ব্যবহারে উৎসাহ, শরীরচর্চা বিরতি, হাঁটার ব্যবস্থা রাখতে বলা হয়েছে

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সচিব বলেন মোদীজি ২০২৫ সালের ২৮ জানুয়ারি দেহরাদুনে জাতীয় গেমসের উদ্বোধনে Fit India-র ডাক দেন। তিনি নিজেই চান তেল ব্যবহার ১০ শতাংশ কমানো হোক। ‘স্বাস্থ্যে ভারত’ গঠনের ডাক দেন তিনি।”

 স্বাস্থ্য সচেতনতায় মনোযোগ

স্থূলতা শুধু রূপগত সমস্যা নয়, বরং এটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। শ্রীবাস্তবের কথায়, “দ্রুত প্রতিরোধ ও সচেতনতা ছাড়া এই বিপদ সামাল দেওয়া কঠিন।”

জাতীয় স্তরের স্বাস্থ্য প্রচার কর্মসূচি

এই উদ্যোগ National Programme for Prevention and Control of Non-Communicable Diseases (NP-NCD)-এর অন্তর্গত। লক্ষ্য একটাই— “সরকারি কর্মক্ষেত্র থেকেই শুরু হোক স্বাস্থ্য সচেতনতার আন্দোলন।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।