Homeজীবন যেমনচুলের যত্নে ও নতুন চুল গজাতে ব্যবহার করুন রসুন

চুলের যত্নে ও নতুন চুল গজাতে ব্যবহার করুন রসুন

প্রকাশিত

সপ্তাহে একদিন চুলে ম্যাসাজ করতে পারেন রসুনের তেল বা গার্লিক অয়েল। এর রয়েছে অনেক গুণ। জেনে নিন কীভাবে বানাবেন রসুনের তেল এবং কেন ব্যবহার করবেন চুলের যত্নে।

১। রসুনের তেল-

এই তেল তৈরি জন্য ৮ কোয়া রসুন, আধা কাপ অলিভ অয়েল ও ১টি পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজ ছোট টুকরা করে ব্লেন্ড করে নিতে হবে। এতে রসুন যোগ করে পুনরায় ব্লেন্ড করে পেস্ট তৈরি করতে হবে।

পরে কড়াইতে আধা কাপ অলিভ অয়েল গরম করে তাতে রসুন-পেঁয়াজের পেস্ট দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে এ পেস্ট জ্বাল দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেস্ট বাদামি বর্ণ ধারণ করে। বাদামি বর্ণ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করতে হবে। ঠাণ্ডা হয়ে গেলে পেস্টটি ছেকে তেল বের করে নিতে হবে। এই তেল মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এরপর ৩০-৪৫ মিনিট তেল মাথায় রেখে দেয়ার পর হারবাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে হবে এই তেল।

২। রসুন ও মধুর হেয়ার প্যাক-

এই হেয়ার প্যাকটি তৈরি করতে প্রয়োজন হবে ৮ কোয়া রসুন ও ১ চামচ মধু। প্রথমে রসুনের কোয়া থেকে রস বের করে মধুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে ২০ মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর হালকা ধাঁচের কোনো শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে। সপ্তাহে এই হেয়ার প্যাকটি ২-৩ দিন ব্যবহার করতে হবে।

৩। রসুনের রস-

রসুনের কয়েকটি কোয়া নিয়ে রস করে নিন। এটি সরাসরি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। তবে এটি মাথায় রেখে কিছু সময় অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। এরপরে কন্ডিশনার লাগিয়ে চুল ভালো করে ধুয়ে নিন।

৪। কাঁচা রসুনের সিরাম-

চুলপড়া রোধে রসুনের একটি পরীক্ষিত পদ্ধতি হল কাঁচা রসুনের সিরাম। রসুনের তেলের সাথে ১ চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এরপরে একটি তুলোর বলের মধ্যে লাগিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। ভালো ফল পাওয়ার জন্য এটি প্রতিদিন রাতে ব্যবহার করতে পারেন।

৫। রসুনের কন্ডিশনার-

প্রথমে রসুনের কোয়া রোদে শুকিয়ে নিন। তারপর এটি গুঁড়ো করে পাউডার তৈরি করুন। এরপরে কন্ডিশনারের সাথে রসুনের পাউডার মিশিয়ে নিন। এটি চুলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। এতে রসুনের রসও মেশাতে পারেন। এটি চুল পড়া রোধ করতে সাহায্য করবে।

রূপচর্চা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইনে।

সাম্প্রতিকতম

রেশন কার্ডের নতুন নিয়ম! ই-কেওয়াইসি এখন বাধ্যতামূলক, জানুন কারা পাবেন আর কারা পাবেন না

দেশের সাধারণ মানুষ যাতে রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্যসামগ্রী পেতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে...

জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে সঞ্জয়কে, আরজি কর মামলায় সাজা শোনালেন বিচারক

আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।...

বুধবার থেকে শুরু রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন, কীভাবে করবেন আবেদন

বুধবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন। জেনে নিন আবেদন করার পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ।

আইআইটি কানপুরের ‘রোবোটিক এক্সোস্কেলিটন’ বদলে দেবে স্ট্রোক পুনর্বাসন প্রক্রিয়া

আইআইটি কানপুর তৈরি করল বিশ্বের প্রথম ব্রেন-কম্পিউটার ইন্টারফেস সমর্থিত রোবোটিক হ্যান্ড এক্সোস্কেলিটন। স্ট্রোক পুনর্বাসনে অভূতপূর্ব অগ্রগতির আশা।

আরও পড়ুন

শীতে ত্বক-চুলের যত্ন নিতে, সুস্থ থাকতে ডায়েটে রাখবেন কোন শাকসবজি, ফলমূল

শীত একদিকে যেমন বড়োই রুক্ষ, শুষ্ক তার আবহাওয়া তেমনই শীত আবার সবুজ রঙা বিভিন্ন...

শীতে পাঁচ ঘরোয়া ফেসপ্যাকেই করুন ত্বকের ময়েশ্চারাইজিং

শীতের মরসুমে ঠান্ডা আবহাওয়ায় ত্বকও আর্দ্রতা হারিয়ে রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। মলিনতা দূর...

শীতের মরসুমে বিয়েবাড়ি বা পার্টিতে নজর কাড়ুন ‘এলিগ্যান্ট নো মেকআপ লুক’-এ

শীতকাল মানেই বিয়েবাড়ি, পার্টি, দেদার মজা হুল্লোড়। সকলেই চায় বিশেষ অনুষ্ঠানে নিজেকে বিশেষ লুকে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে