Homeখবরকলকাতাসাবর্ণ পরিবার পরিষদ আয়োজিত ইতিহাস উৎসবের ১৭ বছর, শুরু ৫ ফেব্রুয়ারি, থিম...

সাবর্ণ পরিবার পরিষদ আয়োজিত ইতিহাস উৎসবের ১৭ বছর, শুরু ৫ ফেব্রুয়ারি, থিম কান্ট্রি কেনিয়া

প্রকাশিত

কলকাতা: সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত আন্তর্জাতিক ইতিহাস উৎসব এ বার সতেরো বছরে পড়ল। বড়িশার বড়বাড়িতে অনুষ্ঠিতব্য ওই উৎসবের ‘থিম কান্ট্রি’ এ বার কেনিয়া। এ ছাড়াও অনেক উল্লেখযোগ্য ও আকর্ষণীয় প্রদর্শনী রয়েছে ওই উৎসবে। পরিষদের সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

সাবর্ণ সংগ্রহশালায় ওই ইতিহাস উৎসব শুরু হতে চলেছে ৫ ফেব্রুয়ারি। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চার দিনই সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই উৎসব চলবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বার ইতিহাস উৎসবের মূল থিমগুলো হল – আদিম মানুষের ব্যবহৃত পাথরের অস্ত্র ও অন্যান্য সামগ্রী প্রদর্শনী; বাংলার পুরোনো বাণিজ্যপথ দিয়ে কলকাতাকে পুনরাবিষ্কার; ঋষি অরবিন্দ, মহানায়ক উত্তমকুমার ও সংগীতগুরু বিমান মুখোপাধ্যায়কে প্রদর্শনী এবং প্রদর্শনীর মাধ্যমে সাধক রামপ্রসাদের সঙ্গে সাবর্ণ পরিবারের সম্পর্ক তুলে ধরা।  

sabarna 2 12.01

থিমগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। বৃতি দেবের ডাকটিকিট-সংগ্রহ এবং গবেষণার মাধ্যমে পুরোনো দিনের কলকাতাকে নতুন করে চেনা যাবে। ২০২২-এ স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্ণ হওয়ার পাশাপাশি ঋষি অরবিন্দের জন্মের সার্ধ শতবর্ষ। এই উপলক্ষ্যে ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতায় ঋষি অরবিন্দকে নিয়ে আয়োজিত হচ্ছে প্রদর্শনী। তাঁর সম্পর্কে নানা তথ্য ও ইতিহাসের উপাদান থাকবে ওই প্রদর্শনীতে। শিল্পী সংসদের উদ্যোগে মহানায়ক উত্তমকুমারকে নিয়ে আয়োজিত প্রদর্শনীতে থাকবে নায়কের ব্যবহার করা বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে সিনেমার হরেক দুষ্প্রাপ্য তথ্য, ছবি, বুকলেট ও পোস্টার। সংগীতগুরু বিমান মুখোপাধ্যায়কে নিয়ে আয়োজিত প্রদর্শনীতে তুলে ধরা হবে ওঁর সম্পূর্ণ জীবনগাথা। সঙ্গে থাকবে ওঁর ব্যবহৃত নানা জিনিসপত্র। সাধক রামপ্রসাদ সম্পর্কিত প্রদর্শনীতে তাঁর দস্তখত করা মোঘল আমলের কাবুলতিপত্র প্রদর্শিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎসবে কেনিয়া সরকারের সহযোগিতায় তুলে ধরা হবে অনেক অজানা ইতিহাস এবং ভারত-কেনিয়া পারস্পরিক সম্পর্কের কথা। থাকবে সে দেশের হাতের কাজ, ডাকটিকিট, মুদ্রা, বই-সহ আরও অনেক কিছু।          

sabarna 1 12.01

এ ছাড়াও ইতিহাস উৎসবে কুইজ, হেরিটেজ ওয়াক, ওপেন হাউস ও আলোচনাসভা থাকছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ৭ ফেব্রুয়ারি পালিত হবে প্রণব রায় দিবস। সে দিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। প্রকাশিত হবে সাবর্ণ পরিবারের ঐতিহ্যবাহী হাতে লেখা পত্রিকা ‘সপ্তর্ষি’র ৩৩তম সংখ্যা।

এ বছর স্বামী যোগানন্দ স্মৃতি সম্মান দেওয়া হবে বিখ্যাত নাট্যকর্মী মেঘনাদ ভট্টাচার্যকে এবং প্রণব রায় স্মৃতি সম্মান দেওয়া হবে বিখ্যাত গায়িকা ইন্দ্রাণী সেনকে। আর বৈশাখী রায় চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ তো থাকছেই। দেওয়া হবে একজন দুস্থ ছাত্র বা ছাত্রীকে।

আরও পড়ুন

তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর তল্লাশি, উদ্ধার কোটি কোটি টাকা

ইডেন গার্ডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ, বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

শামিয়ানায় হাজির মুম্বইয়ের বিখ্যাত রেস্তোরাঁ ‘মাসালা বে’

মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এর স্বাক্ষরিত রেস্তোরাঁ মাসালা বে-র রসনাতৃপ্ত মেনু এখন কলকাতার তাজ সিটি সেন্টার নিউটাউনের শামিয়ানায়।

‘আন্দোলন চলবে’, ছাত্রসংসদ গঠনের দাবি নিয়েও আলোচনা চান জুনিয়র ডাক্তাররা

পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তাররা তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন। তাঁরা রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠনের দাবি মেনে নিতে চান।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?