Homeখবরকলকাতাএবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

প্রকাশিত

মুখপাত্রের পদ আগেই গিয়েছিল। বুধবার গিয়েছিল সাধারণ সম্পাদকের পদ। এবার দলের তারকা প্রচার তালিকা থেকে বাদ দেওয়া হল কুণাল ঘোষকে। বৃহস্পতিবার যে পঞ্চমদফার তারকা প্রচার তালিকা প্রকাশ করে তৃণমূল তাতে নাম নেই তাঁর।

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের। যদিও এর আগের তালিকায় তাঁর নাম ছিল।
তবে এবারও কুণাল জানিয়েছেন তিনি এ সব নিয়ে মাথা ঘামাতে নারাজ। তাঁর কথায়,’শুভেন্দুকে চোর বলতে যাঁদের পাঁচবার ভাবতে হয় তাঁরা তারকা হলে ভালো। আমার কোন আফশোস নেই। ভালোই হয়েছে গরমে ঘোরাঘুরি থেকে বেঁচে গিয়েছি।’

আরও পড়ুন। ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

পদ হারানোর পর এদিন কুণালের সঙ্গে দেখা করতে আসেনতাঁর উত্তর কলকাতার অনুগামীরা। এই সময় অনুগামীদের পাশে পেয়ে কেঁদে ফেলেন তিনি। আবেগতাড়িত কুণাল বলেন, ‘পদে নয়, পথে আছি। কোনও পদ দিয়ে কুণাল ঘোষকে আটকে রাখা যায়নি। পদে না থাকলেও ত়ৃণমূল কর্মীদের পাশে সব সময় আছি এবং থাকব।’

পাশে শান্তনু সেন

সামগ্রিক পরিস্থিতিতে কুণালের পাশে দাঁড়িয়েছেন শান্তনু সেন। তিনি বলেন, ”দল বিড়ম্বনায় পড়লে আমরা বিরোধীদের আক্রমণ করেছি। দাঁত, নখ বের করে বিরোধীদের আক্রমণ করেছি। দলকে কুণালের অবদান ভুলে গেলে চলবে না।একটা মানুষের এক দুদিনের মন্তব্যের জন্য তাঁর অতীতের যে দলের প্রতি যে অবদান সেটা কিন্তু হঠাৎ শূন্য হয়ে যায় না।”

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুটে সূচি পরিবর্তন, রবিবার থেকেই নতুন সময়

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো পরিষেবার সময়সূচি রবিবার থেকে পরিবর্তিত হচ্ছে। শেষ ট্রেনের সময়ে প্রধানত পরিবর্তন আনা হয়েছে, এবং কিছু ট্রেনের সময়সূচি সামঞ্জস্য করা হয়েছে।

বৌবাজারে ফের মেট্রো সুড়ঙ্গে জল ঢুকে বিপত্তি,সরানো হল ১১টি বাড়ির বাসিন্দাদের

বৌবাজারে মেট্রো সুড়ঙ্গে ফের জল ঢুকে বিপত্তি। দুর্গা পিতুরি লেনের ১১টি বাড়ি খালি করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?