Homeখবরদেশতীব্র গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান, মহারাষ্ট্রে মৃত ১১

তীব্র গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান, মহারাষ্ট্রে মৃত ১১

প্রকাশিত

মুম্বই: রবিবার মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু মানুষ। চাঁদিফাটা রোদে খোলা আকাশের নীচে বসেছিলেন তাঁরা। তীব্র গরমে অসুস্থ হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকেই।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ছাড়াও ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সহ মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিরা। সেই অনুষ্ঠানেই ঘটে গেল অঘটন। ঘটনায় প্রকাশ, রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। শেষ হয় দুপুর ১টা নাগাদ। মহারাষ্ট্র সরকারের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানটি নবি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অনুষ্ঠানের মাঠটি দর্শকে ভরা ছিল এবং অনুষ্ঠানটি দেখার জন্য অডিও এবং ভিডিওর ব্যবস্থাও করা হয়েছিল। অবশ্য দর্শকদের জন্য বসার ব্যবস্থা বা কোনো ছাউনি ছিল না।

ঘটনাটিকে “দুর্ভাগ্যজনক” বলে অভিহিত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি নিহতদের পরিবারের উদ্দেশে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। অসুস্থদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শিন্ডে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘‘প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক ভাবে জানা যায় ৭-৮ জনের মৃত্যু হয়েছে। সানস্ট্রোকের কারণেই এটা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’’

পরে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস জানান, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। তিনি টুইটারে লেখেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক ঘটনা। মহারাষ্ট্র ভূষণ পুরষ্কার অনুষ্ঠানে অংশ নেওয়া কিছু দর্শক আজ সকালে হিটস্ট্রোকের কারণে মারা গেছেন… আমরা তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি”।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।