Homeখবরদেশজম্মুতে ফের দাপাদাপি জঙ্গিদের, পাঠানো হল আরও ৩০০০ সেনা

জম্মুতে ফের দাপাদাপি জঙ্গিদের, পাঠানো হল আরও ৩০০০ সেনা

প্রকাশিত

পীর পাঞ্জাল রেঞ্জের দক্ষিণে সন্ত্রাসবাদীদের সংখ্যা ক্রমশ বেড়েছে। এই ঊর্ধ্বগতি মোকাবিলায় সেনাবাহিনী জম্মু অঞ্চলে আরও ৩ হাজার সেনা পাঠিয়েছে। এমনকি জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও শনিবার অপারেশনাল পরিস্থিতি পর্যালোচনা করতে এই অঞ্চলে যাচ্ছেন বলে সূত্রের খবর।

সেনা সূত্রের খবর, “জম্মু অঞ্চলের বাইরে থেকে একটি ব্রিগেড হেড কোয়াটার, তিনটি পদাতিক ব্যাটালিয়ন এবং এলিট প্যারা-স্পেশাল ফোর্সের কিছু দল গত কয়েকদিন ধরে জম্মু অঞ্চলে পাঠানো হয়েছে।”তবে এটাই যথেষ্ট নয়। বাইরে থেকে আরও বাহিনী পাঠানোর কথা ভাবছে সেনা।

সূত্রটি জানিয়েছে ,“এই অতিরিক্ত সৈন্যরা জম্মু অঞ্চলে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানকে আরও জোরদার করবে। এর পর সিএপিএফ (কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী) থেকে আরও সৈন্য অন্তর্ভুক্ত করা হবে।”

সেনাবাহিনী জম্মু অঞ্চলে লুকিয়ে থাকা “বিদেশি (পাকিস্তান থেকে আসা) সন্ত্রাসবাদীদের” নির্মূল করতে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে “একটি যৌথ ও সমন্বিত অভিযান” পরিচালনা করছে। এই এলাকায় সীমান্তের ওপার থেকে উপত্যকায় অনুপ্রবেশের সহজ পথ রয়েছে বলে জানিয়েছে সেনা।

এই সব জঙ্গিদের কাছে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এমপি-ফোর অ্যাসল্ট রাইফেল, স্টিল-কোর বুলেট এবং হাই-এনক্রিপ্টটেড যোগাযোগ সরঞ্জামের মতো আধুনিক অস্ত্রে সজ্জিত এবং সুপ্রশিক্ষিত জঙ্গিরা এই অঞ্চলে ঘাঁটি গাড়ছে। সেখান থেকেই আক্রমণের জন্য এগিয়ে আসে এবং তারপর আবার ঘন জঙ্গলে ঘেরা উঁচু অঞ্চলে পিছু হটে। জঙ্গল ঘেরা পাহাড়ি অঞ্চলে গা ঢাকা দেয় তারা।

ওয়াকিবহাল মহলের মতে, কাশ্মীর বেশ কিছু সময় ধরে আপাত শান্ত থাকায় সেখানে সেনা মোতায়েনের সংখ্যা হ্রাস পেয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আগাম পদক্ষেপ দরকার।

আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: বাংলাদেশে কারফিউ দেশ জুড়ে, সেনা মোতায়েন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।