আপ নেতা ও দিল্লির প্রাক্তন মন্ত্রী আতিশীকে আজ, রবিবার দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই প্রথমবার কোনও নারী এই গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। আসন্ন বিধানসভা অধিবেশনে প্রথমবারের মতো একজন নারী বিরোধী দলনেতা ও একজন নারী মুখ্যমন্ত্রী মুখোমুখি হবেন।
আজ আপের বিধায়ক দলের বৈঠকে আতিশীর নাম বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করেন বিধায়ক সঞ্জীব ঝা। আতিশী বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং বিধায়ক দলকে ধন্যবাদ। শক্তিশালী বিরোধী দলই জনগণের কণ্ঠস্বর তুলে ধরে। বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে, আপ সেগুলির বাস্তবায়ন নিশ্চিত করবে।”
দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন সোমবার থেকে শুরু হবে। তিন দিনের এই অধিবেশনে বিজেপি সরকার আগের আপ সরকারের বিরুদ্ধে ক্যাগ রিপোর্ট পেশ করার কথা ঘোষণা করেছে।
গত ৫ ফেব্রুয়ারির নির্বাচনে ৭০টির মধ্যে ৪৮টি আসন জিতে বিজেপি দিল্লির ক্ষমতায় ফেরে। আপ পায় ২২টি আসন এবং কংগ্রেস একটিও আসন জিততে পারেনি। আতিশী তাঁর কালকাজি কেন্দ্র ধরে রাখতে সক্ষম হলেও আপের শীর্ষ নেতাদের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল ও মনীশ সিসোদিয়া পরাজিত হয়েছেন।