HomeখবরদেশNEET-UG 2024: প্রশ্নপত্র ফাঁসের অন্যতম পাণ্ডা এবং দুই ‘সল্ভার’ এমবিবিএস ছাত্রকে গ্রেফতার...

NEET-UG 2024: প্রশ্নপত্র ফাঁসের অন্যতম পাণ্ডা এবং দুই ‘সল্ভার’ এমবিবিএস ছাত্রকে গ্রেফতার করল সিবিআই

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি (NEET-UG 2024) প্রশ্নপত্র ফাঁসের অন্যতম পাণ্ডা এবং দুই এমবিবিএস ছাত্রকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। ধৃত দুই ছাত্র ‘সল্ভার’ হিসাবে কাজ করত। সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে সংবাদসংস্থা পিটিআই এই খবর দিয়েছে।

প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডের অন্যতম পাণ্ডাটি হলেন শশীকান্ত পাসোয়ান। তিনি জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (নিট) বি টেক। আর যে দু’জন ‘সল্ভার’কে গ্রেফতার করা হয়েছে তাঁরা হলেন কুমার মঙ্গলম বিশনয় এবং দীপেন্দ্র কুমার শর্মা। এঁরা দু’জনেই ভরতপুর মেডিক্যাল কলেজের ছাত্র।  

দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্র কুমার মঙ্গলম এবং প্রথম বর্ষের এমবিবিএস ছাত্র দীপেন্দ্র ৫ মে নিট ইউজি পরীক্ষার দিন যে হাজারিবাগে উপস্থিত ছিলেন, তার সত্যতা স্বীকার করেছেন পরীক্ষার উপর যাঁরা নজর রাখছিলেন তাঁরা।

আধিকারিকরা জানিয়েছেন, পঙ্কজ কুমার নামে এক ইনজিনিয়ার যে প্রশ্নপত্র চুরি করেছিলেন তার ‘সল্ভার’ ছিলেন কুমার মঙ্গলম এবং দীপেন্দ্র। পঙ্কজ কুমার ওরফে আদিত্য জামশেদপুরের ‘নিট’ থেকে পাশ করা ২০১৭ সালের সিভিল ইনজিনিয়ার। তিনি হাজারিবাগে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র চুরি করেছিলেন। পঙ্কজ কুমারকে আগেই গ্রেফতার করা হয়েছে।

শশীকান্ত পাসোয়ান ওরফে শশী ওরফে পাসুও ‘নিট’-এর পাস আউট। তিনি বি টেক (ইলেক্ট্রিক্যাল)। তিমি কুমার আর রকিকে নিয়ে কাজ করতেন। এই কুমার আর রকিকে আগেই গ্রেফতার করা হয়েছে।

শনিবারের গ্রেফতার নিয়ে নিট-ইউজি ২০২৪ সংক্রান্ত বেনিয়মের ৬টি ঘটনায় মোট ২১ জনকে গ্রেফতার করা হল।

গত শুক্রবার সিবিআই রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (আরআইএমএস) প্রথম বর্ষের ছাত্রী সুরভি কুমারীকে গ্রেফতার করে। তিনিও এই কাণ্ডে ‘সল্ভার’ হিসাবে কাজ করতেন বলে অভিযোগ। দু’দিন ধরে জেরা করার পর সিবিআই তাঁকে হেফাজতে নেয় বলে আধিকারিকরা জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) নিট-ইউজির কেন্দ্রভিত্তিক এবং শহরভিত্তিক ফল ঘোষণা করার পরেই নতুন করে ধরপাকড় শুরু হয়। মেডিক্যালে ভরতির জন্য সর্বভারতীয় স্তরের নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস-সহ নানা বেনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টে বেশ কিছু আবেদনের শুনানি চলছে।

সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমবিবিএস, বিডিএস, আয়ুশ এবং অন্যান্য প্রাসঙ্গিক কোর্সে ভরতির জন্য এনটিএ নিট-ইউজি পরীক্ষা নেয়। এ বছর বিদেশের ১৪টি সহ মোট ৫৭১টি শহরে ৪৭৫০টি কেন্দ্রে ৫ মে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা দেন ২৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...