দিল্লিতে এক পরিযায়ী বাঙালি শ্রমিকের স্ত্রী ও শিশুপুত্রকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রবিবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার এবং দিল্লির শাসকদল বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন, “সাংঘাতিক সন্ত্রাস। দেখুন, দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মা-কে কী নিষ্ঠুর ভাবে মেরেছে!”
মুখ্যমন্ত্রীর শেয়ার করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবক তাঁর শিশুপুত্রের কপালে আঘাতের চিহ্ন দেখিয়ে বলছেন, “দেখো আমার ছেলেকে মেরে কী করেছে। পুলিশ মেরে কপাল ফাটিয়ে দিয়েছে।” একই সঙ্গে অভিযোগ করা হচ্ছে যে, তাঁদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই যুবকের স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। যুবকটি বলছেন, “একেও খুব মেরেছে।”
এই ভিডিয়োকে সামনে রেখে মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় কটাক্ষ করেন বিজেপিকে। তাঁর অভিযোগ, “বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই!” মুখ্যমন্ত্রীর তির্যক প্রশ্ন, “দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?”
(যদিও ভিডিয়োর সত্যতা খবর অনলাইন যাচাই করেনি।)
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির তরফে এখনো এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: হরিদ্বারের মনসাদেবী মন্দিরে ভয়াবহ হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬ পুণ্যার্থী, বহু আহত
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

