Homeখবরদেশমুম্বইয়ের গ্রাফিক ডিজাইনার থেকে অটোরিকশা চালক: কামলেশ কামটেকরের গল্প মন ছুঁয়েছে নেটিজেনদের

মুম্বইয়ের গ্রাফিক ডিজাইনার থেকে অটোরিকশা চালক: কামলেশ কামটেকরের গল্প মন ছুঁয়েছে নেটিজেনদের

প্রকাশিত

মুম্বইয়ের বাসিন্দা এবং ১৪ বছরের অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনার কামলেশ কামটেকরের জীবনযুদ্ধের গল্প এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি, তিনি লিঙ্কডইনে নিজের চাকরি হারানো এবং নতুন জীবিকা খোঁজার চ্যালেঞ্জ নিয়ে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেন। তাঁর এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

কামটেকর, যিনি আগে অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েটিভ ম্যানেজার হিসেবে কাজ করতেন, পোস্টে উল্লেখ করেছেন চাকরি খোঁজার সময়ে তিনি কী ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। তিনি জানান, অগণিত সিভি পাঠানো এবং বন্ধুদের রেফারেলের জন্য অনুরোধ করার পরেও কাজের সুযোগ পাননি। “আমি অনেক চাকরির জন্য আবেদন করেছি, কিন্তু সব ক্ষেত্রেই প্রত্যাখ্যাত হয়েছি,” তিনি পোস্টে লেখেন।

চাকরির বাজারে একটি বড় চ্যালেঞ্জ ছিল বেতন সংক্রান্ত প্রত্যাশা। কামটেকর জানান, অনেক সংস্থাই তাঁকে ফিরিয়ে দেয় কারণ তাঁর বেতন চাহিদা তাঁদের বাজেটের বাইরে ছিল। এই প্রতিক্রিয়ার পর তিনি নিজের জীবিকা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। তিনি লেখেন, “আমি ভাবলাম, কেন নিজের ব্যবসা শুরু করব না এবং নিজের বেতন অনুযায়ী আয় করব? অন্তত আমার নিজস্ব রোজগার থাকবে।”

এই ভাবনা থেকেই কামলেশ একটি সাহসী সিদ্ধান্ত নেন—গ্রাফিক ডিজাইনের দক্ষতা ছেড়ে অটোরিকশা চালানো শুরু করার। “তাই আমি আমার সমস্ত ডিজাইনিং দক্ষতা ছেড়ে দিয়ে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন ব্যবসার জন্য আপনার আশীর্বাদ কামনা করি,” তাঁর পোস্টের এই বক্তব্য নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়।

কামলেশের এই গল্প লিঙ্কডইনে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তাঁর সাহস এবং ধৈর্যের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লেখেন, “এত প্রতিভা উপেক্ষিত হওয়া দুঃখজনক। আপনার নতুন যাত্রার জন্য শুভকামনা।” অন্য একজন মন্তব্য করেন, “আপনার এই সাহসী পদক্ষেপ প্রশংসনীয়। কামলেশ, আপনাকে আরও শক্তি দিক।”

তবে, এই গল্প শুধু ব্যক্তিগত লড়াইয়ের নয়, এটি শিল্পের বৃহত্তর সমস্যাগুলিও সামনে এনেছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন না হওয়ার বিষয়টি হতাশাজনক। একজন লেখেন, “সংস্থাগুলি অভিজ্ঞতার মূল্য বুঝতে ব্যর্থ হচ্ছে, এটি লজ্জার।” অন্য একজন মন্তব্য করেন, “এটি অনেক পেশাদারের জন্য বাস্তবতা। আশা করি, এই ঘটনা পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

আরও পড়ুন

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...