Homeখবরদেশভয়াবহ বন্যা ও ভূমিধস উত্তর-পূর্বে, মৃত ৪৪, অসমে বিপর্যস্ত ২১ জেলা

ভয়াবহ বন্যা ও ভূমিধস উত্তর-পূর্বে, মৃত ৪৪, অসমে বিপর্যস্ত ২১ জেলা

প্রকাশিত

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: উত্তর-পূর্ব ভারতে ক্রমাগত প্রবল বৃষ্টি, ভূমিধস ও নদীর জলস্ফীতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য অসম যেখানে ২১টি জেলার ৬.৩৩ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। এর আগের দিন এই সংখ্যা ছিল ৫.১৫ লক্ষ।

অসমের হাইলাকান্দি, শ্রীভূমি, মরিগাঁও, কাছার, শোনিতপুর ও তিনিসুকিয়ায় একাধিক মৃত্যু ঘটেছে। এছাড়া মণিপুরে বন্যায় এবং অরুণাচল প্রদেশে দেয়াল ধসে মৃত্যু হয়েছে আরও দু’জনের। চলতি বছরে শুধুমাত্র অসমেই বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১২-তে।

কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুযায়ী, যোরহাটের নিয়ামতীঘাট ও তেজপুরে ব্রহ্মপুত্র নদ বিপদসীমার ওপরে বইছে। শ্রীভূমিতে প্রায় ২.৩১ লক্ষ, নগাঁওয়ে ১ লক্ষ এবং কাছারে প্রায় ৮৯ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। ১৫০০-এর বেশি গ্রাম জলের নিচে, এবং ডুবে গেছে ১৪ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি।

অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ASDMA) জানিয়েছে, প্রায় ৪০ হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বরাক উপত্যকায় বরাক নদী এবং তার উপনদী ধোলেশ্বরী, রুকনি, কুশিয়ারার জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গেছে।

অপরদিকে, মণিপুরে আক্রান্তের সংখ্যা একদিনেই দ্বিগুণ হয়েছে, প্রায় ৫৬ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.০৮ লক্ষে। ৯টি জায়গায় ভূমিধস হয়েছে এবং ১০০০-এর বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।

অরুণাচল প্রদেশে আঞ্জাও জেলার একটি নির্মাণস্থলে দেয়াল ধসে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। বর্তমানে রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মোট মৃতের সংখ্যা ১১।

বন্যার কবলে কাজিরঙা, উদ্ধার বাঘের শাবক

ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাজিরঙা জাতীয় উদ্যানে। জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বন্যপ্রাণীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে সংলগ্ন উঁচু এলাকাগুলোর দিকে চলে যাচ্ছে। বুধবার সকালে গহপুর সমষ্টির গমিরির মিরি মাঠে একটি বাঘের শাবক উদ্ধার হয়েছে। বাঁশঝাড়ের ভিতরে আটকে থাকা অবস্থায় শাবকটি স্থানীয় বাসিন্দা মণি দাসের নজরে আসে। বনদপ্তর তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে।

উল্লেখযোগ্য, কাজিরঙার ষষ্ঠ সংযোজনে জলমগ্নতার কারণে অনেক বন্যপ্রাণী ছড়িয়ে পড়েছে জনবসতিতে, যা মানুষের নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলেছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...