Homeখবরদেশপ্রশিক্ষণরত প্রাক্তন আইএএস পূজার আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে, বাতিল 'সুরক্ষাকবচ'ও

প্রশিক্ষণরত প্রাক্তন আইএএস পূজার আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে, বাতিল ‘সুরক্ষাকবচ’ও

প্রকাশিত

সোমবার প্রশিক্ষণরত প্রাক্তন আইএএস পূজা খেড়করের আগাম জামিন আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি, তাঁকে দেওয়া অন্তর্বর্তীকালীন সুরক্ষাও বাতিল করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি চন্দ্রধারী সিংয়ের নেতৃত্বাধীন বেঞ্চ ইউপিএসসি পরীক্ষাকে একটি মর্যাদাপূর্ণ পরীক্ষা হিসেবে উল্লেখ করে জানায়, এই ঘটনা শুধু সংস্থার বিরুদ্ধে নয়, বরং পুরো সমাজের বিরুদ্ধে একটি প্রতারণার উদাহরণ।

আদালতের পর্যবেক্ষণে জানানো হয়, ষড়যন্ত্রের প্রকৃতি বোঝার জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। মামলাটি প্রাথমিক ভাবে প্রতারণামূলক বলে মনে হচ্ছে। অভিযুক্তের এ ধরনের কার্যকলাপ সংস্থাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেই মনে হয়।

পূজা খেড়করের বিরুদ্ধে অভিযোগ, তিনি জাল নথি ব্যবহার করে ওবিসি এবং প্রতিবন্ধী কোটার সুবিধা নিয়েছেন। তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় বাড়তি সুযোগ পাওয়ার জন্য ভুয়ো পরিচয় ব্যবহার করেছেন। দিল্লি পুলিশের দাবি, মামলাটি তদন্তাধীন এবং ষড়যন্ত্রের বৃহত্তর দিক উন্মোচনের জন্য পূজাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আদালত জানিয়েছে, খেড়করের বাবা-মা উচ্চপদস্থ ব্যক্তি। যে কারণে এই প্রতারণায় প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশের সম্ভাবনাও থেকে যায়।

ইউপিএসসি অভিযোগ করেছে যে পূজা খেড়কর আদালতে মিথ্যা হলফনামা জমা দিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। ইউপিএসসি জানিয়েছে, খেড়কর দাবি করেছেন যে কমিশন না কি তাঁর বায়োমেট্রিক্স সংগ্রহ করেছিল। এটা সম্পূর্ণ মিথ্যা। ইউপিএসসি কখনও বায়োমেট্রিক্স সংগ্রহ করেনি। এছাড়া, তাঁর প্রার্থীপদ বাতিলের নোটিশ তাঁর রেজিস্টার্ড ইমেইল আইডিতে পাঠানো হয়েছিল। কিন্তু খেড়কর আদালতে মিথ্যা দাবি করেছেন যে এটা তাঁকে জানানো হয়নি।

সম্প্রতি, ইউপিএসসি-র অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ পূজা খেড়করের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। ইউপিএসসি-এর অভিযোগের প্রেক্ষিতে খেড়করকে নোটিশও জারি করেছে আদালত।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে আবার এনকাউন্টার! পিলভিটে নিহত ৩ খলিস্তানি জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক অস্ত্র

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।