Homeখবরদেশবিচ্যুতি হলেই হস্তক্ষেপ: বিহারের ভোটার তালিকা ইস্যুতে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

বিচ্যুতি হলেই হস্তক্ষেপ: বিহারের ভোটার তালিকা ইস্যুতে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

প্রকাশিত

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision বা SIR) নিয়ে জারি হওয়া বিতর্কিত নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক মামলায় আগামী ১২ ও ১৩ আগস্ট শুনানি করবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মর্মে নির্দেশ দিয়েছে বিচারপতি সুর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।

শীর্ষ আদালত এদিন সাফ জানিয়ে দেয়, যদি নির্বাচন কমিশন নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে, তবে আদালত হস্তক্ষেপ করতে পিছপা হবে না। বিচারপতি সুর্যকান্ত বলেন, “তারা (কমিশন) যদি এসআইআর বিজ্ঞপ্তির পথ থেকে সরে যায়… তবে আমরা হস্তক্ষেপ করব।”

আদালতের পর্যবেক্ষণে জানানো হয়, উভয় পক্ষের প্রস্তাবিত সময়সীমা ও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মামলাগুলি ১২ ও ১৩ আগস্ট শুনানির জন্য তোলা হবে।

উল্লেখ্য, ২৪ জুন নির্বাচন কমিশন বিহারে এসআইআর শুরু করার নির্দেশ দেয়। যার বিরুদ্ধে আর্টিকল ১৪, ১৯, ২১, ৩২৫ এবং ৩২৬ সহ সংবিধান ও নির্বাচনী আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছেন আবেদনকারীরা। আবেদনকারীদের তরফে অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ দাবি করেন, এই প্রক্রিয়ায় প্রায় ৬৫ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে।

তবে কমিশনের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, এখনই চূড়ান্ত সংখ্যার কথা বলা সম্ভব নয়। আপত্তি নিষ্পত্তি হওয়ার পরই প্রকৃত তথ্য সামনে আসবে এবং সেপ্টেম্বর ১৫-এর মধ্যে তালিকা প্রকাশ হতে পারে।

শীর্ষ আদালত জানিয়েছে, প্রথম পর্যায়ে খসড়া তালিকা নিয়ে শুনানি হবে আগস্টে এবং দ্বিতীয় পর্যায়ে সেপ্টেম্বরে চূড়ান্ত বিষয়গুলিতে শুনানি হবে। এই মামলায় নোডাল কনসেল হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট নেহা রাঠি। সমস্ত মামলার কাগজপত্র জমা দেওয়ার জন্য ৮ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর রাজ্যে ফের ওবিসি ভর্তির প্রক্রিয়া শুরু, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...

এশিয়া কাপ: নিয়মরক্ষার ম্যাচে ভারতকে প্রায় ঘোল খাইয়ে ছাড়ল ওমান

ভারত: ১৮৮-৮ (সঞ্জু স্যামসন ৫৬, অভিষেক শর্মা ৩৮, মহম্মদ নাদিম ২-১৯, শাহ ফয়জল ২-২৩) ওমান:...

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।