Homeখবররাজ্যসংখ্যালঘু বিতর্কে ফের উত্তাল বিধানসভা, নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার

সংখ্যালঘু বিতর্কে ফের উত্তাল বিধানসভা, নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার

প্রকাশিত

সংখ্যালঘু বিতর্ক ঘিরে ফের উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা। বুধবার বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে তুমুল বচসা হয়। বিধানসভার ভেতরেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানায় বিজেপি বিধায়করা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে আক্রমণ করেন।

তিনি বলেন, “ধর্মের নামে কোনও জালিয়াতি করবেন না। বিভাজনের রাজনীতি করা চলবে না।” পাশাপাশি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে খোঁচা দিয়ে বলেন, “কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর হতে চায়, তাহলে কিছু বলার নেই।”

বিতর্কের সূত্রপাত শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু বিধায়কদের নিয়ে করা এক মন্তব্যকে ঘিরে। তৃণমূল এর নিন্দা প্রস্তাব আনতেই বিজেপি বিধায়করা ক্ষোভে ফেটে পড়েন। তার নিন্দা করে এ দিন মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, “ওঁরা প্ল্যান করে কোনওদিন স্পিকার তো কোনওদিন মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। সংখ্যালঘু ভাই-বোনরা নিশ্চিন্তে থাকুন। মাইনরিটি মেজরিটি মিলিয়ে একসঙ্গে থাকুন। এটাই আমাদের সংস্কৃতি।”

বিরোধী দলনেতার নাম না করে মমতা বলেন, “যাঁরা জামাকাপড়ের মতো দলের আদর্শ বদলান, তাঁদের আমি লিডার মনে করি না।” চরম হট্টগোলের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে বিঁধে বলেন, “ইটস বেটার টু ইগনোর হিম।“ইটস বেটার টু ইগনোর হিম। কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে। তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল। এবার আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে।”

বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। এই আবহে তৃণমূল ও বিজেপির টানাপোড়েন আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।