Homeখবররাজ্য২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, গঙ্গাসাগরে...

২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, গঙ্গাসাগরে স্নানে নেমে তলিয়ে গেলেন পর্যটক

অন্তত ২৮ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জলমগ্ন কলকাতা-সহ একাধিক জেলা। গঙ্গাসাগরে তলিয়ে গেলেন পর্যটক।

প্রকাশিত

বৃষ্টি থামার লক্ষণ নেই। অন্তত ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট। কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিরও আশঙ্কা করছে হাওয়া অফিস।

এই টানা বর্ষণের জেরে ইতিমধ্যেই জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে কোথাও জমেছে গোড়ালি ভেজা জল, আবার কোথাও হাঁটু পর্যন্ত। আকাশ আড়াল করা মেঘের ফাঁক দিয়ে সূর্য মাঝে মাঝে উঁকি দিলেও, তার আলোয় তেমন জোর নেই।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তর বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে এবং তা এখন সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিমি উচ্চতায় সংলগ্ন ঘূর্ণাবর্তও রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় পৌঁছে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

এর জেরে শুক্রবার থেকে টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই-ই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা। এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ পৌঁছাতে পারে ২০ সেন্টিমিটার পর্যন্ত।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে।

এমন দুর্যোগপূর্ণ আবহেই গঙ্গাসাগরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে আসা প্রায় ৩০ জনের একটি পর্যটক দল বৃহস্পতিবার দুপুরে গঙ্গাসাগরে পৌঁছন। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাঁরা জোয়ারের সময় এক নম্বর ঘাটে স্নান করতে নামেন। সেই সময় সমুদ্রের জলে তলিয়ে যান সন্দীপ গন্ড নামে ২৪ বছর বয়সি এক যুবক।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কোস্টাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও যুবকের কোনও খোঁজ মেলেনি।

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে জানানো হয়েছে, সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদেরও অন্তত কয়েক দিন সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টানা বৃষ্টি ও নদী-সমুদ্রের জলস্ফীতির ফলে জনজীবনে যে প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য। প্রশাসন থেকে নাগরিকদের সতর্ক থাকতে এবং আবহাওয়া অফিসের আপডেট মেনে চলার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, কমলা সতর্কতা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।