Homeখবররাজ্যবীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ ঘোষণা, প্রশ্ন শ্রমিকদের নিরাপত্তা নিয়ে

বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ ঘোষণা, প্রশ্ন শ্রমিকদের নিরাপত্তা নিয়ে

প্রকাশিত

বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ জন শ্রমিকের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্ন তরফে জানানো হয়েছে, নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে তারা, আর সংশ্লিষ্ট কয়লাখনি সংস্থার পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি, প্রতিটি পরিবার থেকে একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

তবে প্রশ্ন উঠছে, এই ক্ষতিপূরণই কি যথেষ্ট? সোমবার সকালে বীরভূমের লোকপুরের ভাদুলিয়া কয়লাখনিতে ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণ। কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হলেও, খনির ভিতরে যে শ্রমিকরা কাজ করছিলেন, তা খেয়াল রাখা হয়নি। ফলে, ৭ জন শ্রমিক প্রাণ হারান এবং আহত হন আরও অনেকে।

প্রাথমিকভাবে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই বিস্ফোরণ ঘটে। শ্রমিকদের দেহগুলি উদ্ধার করা হয় অনেকক্ষণ পর। ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা জানিয়েছেন, খনির ভিতরের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে, বহু শ্রমিক ভিতরে চাপা পড়ে যান। এরপর খনির উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ।

এই ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকার নিহত শ্রমিকদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মোট ৩২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে। মুখ্যসচিব জানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে পরিবারপিছু ৩০ লক্ষ টাকা করে এবং রাজ্যের তরফে আরও ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও, নিহত শ্রমিকদের পরিবার থেকে একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কয়লা খনি সংস্থাগুলির ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় নিয়মিত পর্যবেক্ষণের কথা থাকলেও, এই ঘটনা থেকে স্পষ্ট যে, সঠিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। সাধারণত খনির ভিতরে বিস্ফোরণ ঘটানোর আগে সতর্কতা নেওয়ার নিয়ম রয়েছে। শ্রমিকদের বের করে না এনে কেন বিস্ফোরণ ঘটানো হল, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বীরভূম জেলা প্রশাসন।

নবান্ন ইতিমধ্যেই জেলা প্রশাসনকে অবিলম্বে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু এই ঘটনায় মূল সমস্যা হচ্ছে, শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা কেন এত দুর্বল ছিল। খনিতে শ্রমিকরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে কাজ করেন। এই ক্ষেত্রে সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে, যা শ্রমিকদের জীবনকে চরম বিপদের মধ্যে ফেলে দিচ্ছে।

ক্ষতিপূরণ দেওয়া হলেও, তা শ্রমিকদের প্রাণহানির ক্ষতি পূরণ করতে পারে না। শ্রমিকদের নিরাপত্তার গ্যারান্টি এবং খনিগুলিতে নিয়মিত পর্যবেক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি।

এ ধরনের দুর্ঘটনা বারবার প্রমাণ করছে যে, সঠিক নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা অপরিহার্য। খনির শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটতেই থাকবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।