Homeখবররাজ্যরাজনৈতিক মিছিল চলবে রাস্তার এক-তৃতীয়াংশে, যান চলাচলের জন্য রাখতে হবে বাকি পথ:...

রাজনৈতিক মিছিল চলবে রাস্তার এক-তৃতীয়াংশে, যান চলাচলের জন্য রাখতে হবে বাকি পথ: নির্দেশ হাই কোর্টের

প্রকাশিত

রাজনৈতিক মিছিলের জেরে শহরের যানজটের সমস্যা দীর্ঘদিনের। এবার কী সেই সমস্যার কিছুটা হলেও সমাধান হতে চলেছে? মঙ্গলবার কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, শহরের রাজপথে কোনও রাজনৈতিক মিছিলের সময় রাস্তার সর্বাধিক এক-তৃতীয়াংশ জায়গা ব্যবহার করা যাবে। বাকি দুই-তৃতীয়াংশ রাখতে হবে যান চলাচলের জন্য।

এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দক্ষিণ কলকাতার এক আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেএওয়াইএম) মিছিলের অনুমতি দিতে গিয়ে এই পর্যবেক্ষণ দেন তিনি।

বিচারপতি ঘোষ জানিয়েছেন, শুধুমাত্র এই মিছিলেই নয়, আগামী দিনে যেকোনও রাজনৈতিক দলের মিছিলের ক্ষেত্রেই এই নিয়ম মানতে হবে। তাঁর কথায়, “কমপক্ষে একদিকে গাড়ি চলাচলের ব্যবস্থা যেন থাকে, তা নিশ্চিত করতে হবে।”

এছাড়াও বিচারপতি বলেন, মিছিলের শুরুতে থাকা ব্যানারের প্রস্থও রাস্তার এক-তৃতীয়াংশের বেশি হওয়া চলবে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, “যদি রাস্তা ২০ ফুট চওড়া হয়, তাহলে ব্যানারের প্রস্থ সর্বাধিক ৬ ফুট হতে পারে।”

বিজেপির যুব সংগঠন প্রথমে কসবা থানার সামনে পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়েছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ওই থানা চত্বরে অশান্তি হয়েছে। তাই সেখানে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।

তবে বিচারপতি ঘোষ পর্যবেক্ষণ করেন, তদন্ত চলছে এবং অভিযুক্তরা পুলিশি হেফাজতে রয়েছে। তাই এই মুহূর্তে কসবা থানার সামনে পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া উচিত। আদালত এই অনুমতিও দিয়েছে।

বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, মিছিল চলাকালীন যেন কোনওরকম হিংসাত্মক ঘটনা না ঘটে। brickbat ছোড়া, সরকারি কর্মীদের প্রতি আক্রমণ বা ব্যারিকেড ভাঙার চেষ্টা করা যাবে না। পরিস্থিতি জটিল হলে মিছিলের আয়োজকদেরই আন্দোলনকারীদের শান্ত রাখতে হবে। ইতিমধ্যেই আয়োজকরা তাঁদের মোবাইল নম্বর জমা দিয়েছেন।

আদালত রাজ্য সরকারকে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। রাজ্যকে বলা হয়েছে, কলকাতা সহ রাজ্যের অন্যান্য জায়গায় কোথায় কোথায় ধর্না বা বিক্ষোভ কর্মসূচি করা যাবে, তার নির্দিষ্ট তালিকা বা নোটিফিকেশন দ্রুত প্রকাশ করতে হবে। এই বিষয়ে মুখ্যসচিব, কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিপির কাছ থেকে রিপোর্ট চেয়ে পরবর্তী শুনানিতে পেশ করার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।