Homeরাজ্যউঃ ২৪ পরগনাদত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মালিক-সহ অন্তত ৬জনের মৃত্যু

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মালিক-সহ অন্তত ৬জনের মৃত্যু

প্রকাশিত

এগরার পর এবার উত্তর ২৪ পরগনার দত্ত পুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ। এই বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে বাজি কারখানার মালিক কেরামত আলি ও তার ছেলের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ দত্তপুকুরের ওই বাজি কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগে বাজি কারখানাটি বেআইনি ভাবে চলছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পৌঁছয় দমকলও। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।বাসিন্দাদের অভিযোগ, ‘প্রশাসন ও রাজনৈতিক দলের মদতে এই বাজি কারখানাটি চলছিল। কারখানায় একাধিক জায়গায় বিস্ফোরক দ্রব্য রাখা ছিল।’

আরও পড়ুন: বারাণসী-কলকাতা করিডর প্রকল্পের জন্য তৎপরতা শুরু রাজ্যের

গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় বেআইনি বাজি উদ্ধার অভিযান। একই সঙ্গে বাজি ক্লাস্টার তৈরির উদ্যোগ নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু এগরার সাড়ে তিনমাস কাটতে না কাটতেই দত্তপুকুরে এই বিস্ফোরণ প্রশ্ন তুলে দিল প্রশাসনের ভূমিকা নিয়ে।

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

সায়ন্তিকা ও সজলের বিরুদ্ধে বরানগরে তণ্ময় ভট্টাচার্যকে প্রার্থী করল সিপিএম

তন্ময় ভট্টাচার্য উত্তর দমদমের বিধায়ক ছিলেন। কিন্তু ২০২১ সালে তিনি তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে পরাজিত হন। বরানগরের তৃণমূলের বিধায়ক ছিলেন তাপস রায়। তিনি সম্প্রতি   জোড়া ফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিয়েছেন।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য, অবরোধ-অনশনে কামদুনি

কলকাতা: শুক্রবার কামদুনি ধর্ষণ এবং হত্যা মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। ফাঁসির সাজাপ্রাপ্ত...

হাইকোর্টে কামদুনি রায়: ফাঁসিতে দণ্ডিত দু’জনের আমৃত্যু কারাদণ্ড, অন্যজন বেকসুর খালাস, অন্য তিন দণ্ডিতও খালাস   

খবর অনলাইন ডেস্ক: কামদুনি ধর্ষণ এবং হত্যা মামলায় নিম্ন আদালতে দণ্ডিত ব্যক্তিদের সাজা কমে...