Homeখবররাজ্যসঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই

সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই

প্রকাশিত

আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আপিল করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। বুধবার সিবিআই-এর সূত্র উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে পিটিআই।

সিবিআই-এর আইনি পরামর্শ অনুযায়ী, এই মামলাটি “বিরলতমের মধ্যে বিরল” (rarest of rare) বলে বিবেচিত হতে পারে এবং তাই মৃত্যুদণ্ড প্রাপ্য। যে কারণে দ্রুত শিয়ালদহ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সিবিআই। দোষীর মৃত্যুদণ্ডের পক্ষে বিস্তারিত যুক্তি পেশ করবে তারা। জানা গিয়েছে, দিল্লিতে সিবিআইয়ের সদর দফতর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস সিবিআই-এর মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেন। জানিয়ে দেন যে অপরাধটি “বিরলতমের মধ্যে বিরল” শ্রেণিতে পড়ে না। বিচারক বলেন, “সিবিআই মৃত্যুদণ্ডের আবেদন করেছিল। অভিযুক্তের আইনজীবী কারাদণ্ডের জন্য আবেদন জানান। তবে এই অপরাধ বিরলতমের মধ্যে বিরল নয়।”

বিচারক রায়ে বলেন, “ধর্ষণের সময় আঘাতের ফলে নির্যাতিতার মৃত্যু হয়েছে। তাই আমি দোষীকে আমৃত্যু কারাদণ্ড দিচ্ছি, যার অর্থ জীবনের শেষ দিন পর্যন্ত কারাগারে থাকতে হবে।”

গত বছরের ৯ আগস্ট রাতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে, নাইট শিফটে কর্মরত অবস্থায় বিশ্রাম নিতে গেলে ওই চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়।

এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারও রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে এবং দোষীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে।

তবে সিবিআই রাজ্যের আপিলের বিরোধিতা করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়ে দিয়েছে যে মামলাটির তদন্ত তারাই করেছিল, ফলে শাস্তি অপর্যাপ্ত মনে হলে আপিলের অধিকারও তাদেরই রয়েছে।

বুধবার সিবিআই-এর পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার আদালতে বলেন, “রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে না, কারণ এটি সিবিআই-এর করা মামলা। ফলে শাস্তির যথার্থতা বিচার করার একমাত্র অধিকার আমাদেরই।”

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সিবিআই, নির্যাতিতার পরিবার ও দোষীর বক্তব্য শুনবে। মামলাটি ২৭ জানুয়ারি শুনানি হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।