Homeখবররাজ্যকলকাতা থেকে ২২৫ কিমি দূরে ‘রেমাল’, মধ্যরাতে সুন্দরবন অতিক্রম করার কথা

কলকাতা থেকে ২২৫ কিমি দূরে ‘রেমাল’, মধ্যরাতে সুন্দরবন অতিক্রম করার কথা

প্রকাশিত

শ্রয়ণ সেন

আরও দূরত্ব কমিয়ে ঘূর্ণিঝড় ‘রেমাল’ ঘরের আরও কাছে চলে এসেছে। রবিবার বেলা ১২টা নাগাদ ‘রেমাল’ বকখালি থেকে ১২৫ কিমি এবং কলকাতা থেকে ২২৫ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ‘রেমাল’ রবিবার মধ্যরাতে সুন্দরবন অতিক্রম করবে।

২৯ মে পর্যন্ত ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদেরও সৈকতেভ্রমণে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বিভিন্ন জায়গায় শনিবার দফায় দফায় বৃষ্টি হয়। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে প্রবল হাওয়া। ‘রেমাল’ যত কাছে আসবে, এই হাওয়ার দাপট ক্রমশ বাড়বে। শেষ পর্যন্ত তা ঝড়ের রূপ নেবে।

২৬ মে রাত থেকে ২৭ সকাল পর্যন্ত ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা, হাওড়ায় ঝোড়ো হাওয়ার বেগ উঠতে পারে ৮০ থেকে ১০০ কিলোমিটার মতো। প্রভাব বেশি থাকতে পারে ২৬ রাত থেকে ২৭ সকাল পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে।

এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের বকখালি ও বাংলাদেশের কুয়াকাটার মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। সুতরাং প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সমগ্র সুন্দরবন প্রহর গুনছে। প্রবল জলোচ্ছ্বাসেরও আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকের থেকে ১ থেকে দেড় মিটার বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে সুন্দরবন অঞ্চলে।   

বৃষ্টিপাতের সতর্কতা  

রবিবার এবং সোমবার দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে মাঝারি এবং মাঝেমধ্যে ভারী বৃষ্টি হতে পারে। ২৭ এবং ২৮ তারিখ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার আর আলিপুরদুয়ার এ অতি ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৭ সদ্যোজাতের, আহত বেশ কয়েকজনhttps://www.khaboronline.com/news/national/delhi-child-hospital-fire-broke-out/

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।