Homeরাজ্যদঃ ২৪ পরগনাওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের যুবক, উদ্বিগ্ন পরিবার

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের যুবক, উদ্বিগ্ন পরিবার

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের এক যুবক। নাম সঞ্জীব মণ্ডল (২২)।

জয়নগর থানার নারায়ণীতলা পঞ্চায়েতের সরবেড়িয়ার বাসিন্দা সঞ্জীব মণ্ডলের পরিবারের দাবি, শুক্রবার দুপুরে দিন মজুরের কাজের জন্য কেরলের উদ্দেশ্যে জয়নগরের সরবেড়িয়া থেকে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য শালিমারের উদ্দেশে রওনা দেন সঞ্জীব।

সঞ্জীবর পরিবারের লোকজন ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে রাত থেকে সকাল পর্যন্ত তাঁর ফোনে একাধিকবার ফোন করলেও তার সঙ্গে কোনো কথা বলতে পারেননি। অবশেষে শনিবার জয়নগর-১ বিডিও ও জয়নগর থানা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

সঞ্জীব মণ্ডল কি পরিস্থিতিতে আছেন, সেই বিষয়ে চিন্তায় তাঁর পরিবারের লোকজন। এ দিন তাঁর মা বৃথিকা মণ্ডল বললেন, “আমরা খুব গরিব। তাই কাজের সন্ধানে ভিন রাজ্যে ছেলে যাচ্ছিল। আর এখনও তাঁর কোনো খবর পাচ্ছি না। তাই খুব চিন্তায় আছি। সে কেমন আছে, কে জানে”।

এ দিকে জয়নগর থানা ও বিডিওর তরফে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যার ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। তাদের তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা ৮০০-এর বেশি। উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলেই দাবি রেল সূত্রে।

ওড়িশার দুর্ঘটনা সম্পর্কিত আরও খবর পড়ুন:

ওড়িশার দুর্ঘটনাস্থলে মমতা, এই রাজ্যের ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষণা করলেন আর্থিক সাহায্য

হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে, কী ভাবে এত বড়ো দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৮০, আহত ৬৫০

সাম্প্রতিকতম

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

সি বিচে প্লাষ্টিক কুড়াচ্ছেন মিমি চক্রবর্তী, দেখে হতবাক নেটবাসি, হঠাৎ কী হল অভিনেত্রীর?

এভাবেই একের পর এক আবর্জনা তুলে যাচ্ছেন সমুদ্রতট থেকে। এরপর জমা করছেন একটি বাস্কেটে। কিন্তু কেন এমন হাল অভিনেত্রীর? হঠাৎ আবর্জনা তুলছেন কেন?

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

২০১৬-র নিয়োগ প্রক্রিয়া বাতিল, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় ২৬ হাজারের

কলকাতা: রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালে রাজ্যস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা...

আরও পড়ুন

মাঠে নেমেছে প্রশাসন ও দল, জোড়া ‘কৌশলে’ নিভবে কি সন্দেশখালির ক্ষোভের আগুন?

দলীয় সূত্রে খবর, তিনমন্ত্রীর হাত দিয়ে টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে। এর আগে মন্ত্রী পার্থ ভৌমিক স্বীকার করেছিলেন, গত দু’বছর ইজারার টাকা, ভেড়ির টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে।

‘উত্তপ্ত’ সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা, থমথমে এলাকা

কলকাতা: উত্তপ্ত সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা! শুক্রবার রাত থেকে ত্রিমোহিনী বাজার-সহ সন্দেশখালি থানা এলাকায় ১৪৪...

নিয়ম না মানার অভিযোগ, সুন্দরবনে এ বার প্লাস্টিক বন্ধের নির্দেশ জারি বন দফতরের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: আবার সুন্দরবনে প্লাস্টিক বন্ধ করার নির্দেশ জারি করল বন দফতর।সুন্দরবন ব্যাঘ্র...