Homeরাজ্যউঃ দিনাজপুরপঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে বচসা, গুলিবিদ্ধ হয়ে চোপড়ায় মৃত ২ তৃণমূল কর্মী

পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে বচসা, গুলিবিদ্ধ হয়ে চোপড়ায় মৃত ২ তৃণমূল কর্মী

প্রকাশিত

চোপড়া: পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাওয়াকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড। বৃহস্পতিবার প্রাণ গেল দুই তৃণমূল কর্মীর। এলোপাথাড়ি গুলিতে তৃণমূলের আরও কয়েক জন আহত হয়েছেন বলে খবর। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা।

ঘটনায় প্রকাশ, উত্তর দিনাজপুরের চোপড়ার দিঘাপানায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে সেখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে বুথ কমিটির বৈঠক চলছিল। ভোটে কাকে প্রার্থী করা যায়, তা নিয়েই ওই বৈঠক বলে জানা যায়। বৈঠকে ফইজুল রহমানের নাম প্রস্তাব করা হয়। সঙ্গে আরও কয়েকটি নামেরও প্রস্তাব আসে। মিটিং শেষে বেরোনোর সময় আচমকাই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে বলে অভিযোগ স্থানীয়দের।

৭০ বছর বয়সি তৃণমূল কর্মী ফইজুল গুলিতে আহত হন। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। মৃতের নাম হাসু মহম্মদ। আহত হন আরও চার জন।

এই ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এলাকার মানুষদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

টিকিট বিলি নিয়ে বচসা যে এমন খুনোখুনিতে পর্যবসিত হবে, তা ভেবেই শিউরে উঠছেন স্থানীয়রা। এই ঘটনায় মৃত ফইজুল রহমানের ছেলের অভিযোগ, তৃণমূলের অন্য গোষ্ঠীর মদতপুষ্ট দুষ্কৃতীদের গুলিতেই তাঁর বাবার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও চোপড়ায় একাধিক বার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এসেছে। ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্য়ুর খবরও সামনে আসে। এ বারের ঘটনায় ফের জেলায় তৃণমূলের সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: রামনবমীর পূজার্চনার সময় ইনদওরে ভেঙে পড়ল মন্দিরের মেঝে, নীচে থাকা কুয়োয় পড়ে মৃত্যু ১৩ পুণ্যার্থীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

পুলিশকে লক্ষ্য করে গুলি, ইসলামপুরে রক্তাক্ত দুই পুলিশকর্মী, নবান্নে রিপোর্ট তলব

উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিচারাধীন বন্দিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর গুলি। আহত দুই পুলিশকর্মী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রিপোর্ট তলব করেছে নবান্ন।

চোপড়ার ঘটনায় দুঃখপ্রকাশ তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের, ধৃত জেসিবি যেন গ্রামের ‘প্রশাসক’

চোপড়ার সাম্প্রতিক ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হওয়ার পর সোমবার চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান...

সালিশি সভায় পালিয়ে বিয়ের শাস্তি, চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে মার, গ্রেফতার তৃণমূল নেতা

উত্তর দিনাজপুর: চোপড়া ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকায় এক সালিশি সভায় যুগলকে তালিবানি...