শনিবার বিকেলেই মুম্বই থেকে শহরে ফিরলেন মমতা। ছবি: রাজীব বসু
রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চারটিতেই জয় পেয়েছে তৃণমূল। এই জয়ের জন্য পুরো কৃতিত্বটাই সাধারণ মানুষকে দিয়ে অভিনন্দন জানালেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। লোকসভা নির্বাচনের পর ফের বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। চারটি কেন্দ্রেই বড় ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। শনিবার ফল ঘোষণার পর ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শনিবার বিকেলেই মুম্বই থেকে শহরে ফিরলেন মমতা। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, “অনেক চক্রান্ত হয়েছিল। এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি। মানুষই সব রুখে দিচ্ছেন। পুরো কৃতিত্বটাই সাধারণ মানুষের।”
তৃণমূলনেত্রী বলেন, “চারটে আসনের মধ্যে তিনটি আসন ছিল বিজেপির। লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল। আমরা তিনটিতে জিতেছি। আর আমাদেরটাতেও জিতেছি। মানে আউট অফ ফোর- ফোর। আমি এজন্য সকলকে কৃতজ্ঞতা, প্রণাম…জোহার জানাচ্ছি। আজ মানুষের জয়।”
একই সঙ্গে তিনি বলেন, ‘ আবার নতুন করে সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি, সমাজ সংস্কার, সমাজের জাগরণ, বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকেন তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সংহতি সব কিছুকে নিয়ে আগামীদিনে কাজ করব। লোকসভা নির্বাচনের জয় ও বিধানসভা নির্বাচনের জয় সবটাই উৎসর্গ করব ২১শে জুলাই। নো আইডি নো ভোট এই লড়াইয়ের ডাক দিয়েছিলেন, তাঁদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে… অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছেন।”


                                    