Homeখবররাজ্যফিরল শীত! ধারাবাহিক পারদ পতন কলকাতায়

ফিরল শীত! ধারাবাহিক পারদ পতন কলকাতায়

প্রকাশিত

কলকাতা: জানুয়ারি শেষ না হতেই সময়ের আগে কার্যত উধাও হয়েছিল শীত। পৌষ সংক্রান্তি, সরস্বতী পুজোও ছিল উষ্ণ। তবে ফের একবার শীতের ঝোড়ো ইনিংস শুরুর ইঙ্গিত। সোমবারেও ধারাবাহিক পারদ পতন কলকাতায়।

শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি। রবিবার ২ ডিগ্রি কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ জিগ্রি সেলসিয়াস। এর পর সোমবারেও ধারাবাহিক পতন।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির মধ্যে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৮৭ শতাংশ।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার আরও কিছুটা কমতে পারে। দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা। তবে পারদ পতনের এই ধারা বেশিদিন স্থায়ী হবে না। মঙ্গলবার ফের রাতের তাপমাত্রা বাড়বে খানিকটা।

এর পর অবশ্য ১ ফেব্রুয়ারি থেকে ফের নিম্নমুখী হবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। তাপমাত্রা কলকাতায় নেমে ১৪ বা ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। জেলার ক্ষেত্রে ১২ ডিগ্রির কাছাকাছি পৌছাতে পারে তাপমাত্রা।

মাঘের শুরুতে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল বিপরীত ঘূর্ণাবর্ত। যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছিল। যার জেরে বাড়ে গুমোটভাব। এমনকি বছর পড়তেই রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও মিলেছিল। তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো পূ্র্বাভাস নেই দক্ষিণবঙ্গে। মঙ্গলবার এবং বুধবার কালিম্পং ও দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি জায়গাগুলিতে আবহাওয়া থাকবে শুষ্ক ও পরিষ্কার।

আরও পড়ুন: সোমবার উদ্বোধন ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার, শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।