Homeখবররাজ্যঘূর্ণিঝড়ের জেরে বাড়ছে গরম, তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের এই জেলাগুলিতে

ঘূর্ণিঝড়ের জেরে বাড়ছে গরম, তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের এই জেলাগুলিতে

প্রকাশিত

মঙ্গলবার বিকেলেই বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় ‘মোকা’ দু-একদিনের মধ্যেই আছড়ে পড়বে। তবে আর যাইহোক, এটা বাংলার দিকে মোড় নেবে না। এর জেরে রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়ের কারণে হঠাৎ করে তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে পারদ আরও বাড়বে এবং রাজ্যের অনেক এলাকায় তাপপ্রবাহের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়বে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। প্রখর রোদে ঝলসে যাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো। সেখানে পারদ ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে।

আগামী দু’-তিন দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বিরাজ করবে।

বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তাপমাত্রার কোনো বড়োসড়ো হেরফের হবে না। চার দিনে আপেক্ষিক আর্দ্রতা ২৫ শতাংশের বেশি কমেছে। গত কয়েক দশকের তাপমাত্রায় দেখা গেছে বঙ্গোপসাগরে উষ্ণতা বৃদ্ধির গড় হার অনেক বেশি। আবহাওয়াবিদরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও সমুদ্রের জলের তাপমাত্রা বাড়ছে, ফলে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্য দিকে, ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আছড়ে পড়বে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে মৌসম ভবন। আপাত গতিপ্রকৃতি দেখে অনুমান করা হচ্ছে, এই ঘূর্ণিঝড় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে এগিয়ে যাবে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। এরপর অন্ধ্র এবং ওড়িশা উপকূলের সমান্তরালে সেটি উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। মধ্য-পূর্ব বঙ্গোপসাগর হয়ে সেটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছবে। এরপর ১৪ মে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং মায়ানমার দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে।

আরও পড়ুন: কার দখলে কর্নাটক? ভোটগ্রহণ চলছে ২২৪ আসনে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।