Homeখবররাজ্যশনির সকাল থেকেই অঝোরে বর্ষণ, রাজ্যের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

শনির সকাল থেকেই অঝোরে বর্ষণ, রাজ্যের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

প্রকাশিত

কলকাতা: একটি বঙ্গোপসাগরে। অন্যটি আরব সাগরে। জোড়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আগামী দু’দিনে শক্তি বাড়াবে নিম্নচাপ দু’টি। এর জেরে আগামী কয়েক দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। একইসঙ্গে শনিবারের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের তিন জেলায়।

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নিম্নচাপে। শনিবার তা উত্তর বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করতে পারে। শুক্রবার বিকেল থেকেই বদলে গিয়েছে আবহাওয়া। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত শুরু হয়েছে।

আগামী কয়েক ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। দক্ষিণবঙ্গের ওপর দু’দিন অবস্থান করতে পারে এই নিম্নচাপটি। এই ঘূর্ণাবর্তের জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। অন্য দিকে, রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

অন্য দিকে, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রবিবার তুলনামূলকভাবে কিছুটা বৃষ্টি হতে পারে।

মৎস্যজীবীদের আজকের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। শনি ও রবিবার মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এই সময়ে।

আরও পড়ুন: শনিবার শপথ নিচ্ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র, রাজভবনের অনুষ্ঠানে যাবেন কি স্পিকার?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।