Homeবিজ্ঞাননাসা জানিয়েছে আর-একটি সৌরঝড় তৈরি হয়েছে, ফের দেখা যেতে পারে মেরুজ্যোতি

নাসা জানিয়েছে আর-একটি সৌরঝড় তৈরি হয়েছে, ফের দেখা যেতে পারে মেরুজ্যোতি

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আজকালের মধ্যে ফের সৌরঝড় আঘাত হানতে পারে পৃথিবীতে। এই সৌরঝড়ের জেরেই গত শুক্রবার থেকে দফায় দফায় পৃথিবীর বিভিন্ন জায়গায় মেরুজ্যোতি দেখা যায়। বাদ যায়নি ভারতের লাদাখও। আবার মেরুজ্যোতি দেখার সম্ভাবনার কথা জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওওএ)। সৌরঝড় তৈরির কথা জানিয়েছে নাসাও।

এনওওএ জানিয়েছে, আর-একটি সৌরঝড়ের পৃথিবীর বুকে আছড়ে পড়ার ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে। এবং তা ঘটলে আজকালের মধ্যে ঘটবে। এর ফলে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আবার মেরুজ্যোতি দেখা যাবে।

নাসার সোশ্যাল মিডিয়া পেজে সূর্য সংক্রান্ত নানা ক্রিয়াকলাপ অনুসরণ করা হয়। তারাও জানিয়েছে, ১৩ মে আর-একটি সৌরঝড় সৃষ্টি হয়েছে এবং সেই সৌরঝড়ের ক্ষমতা রয়েছে পৃথিবীকে আঘাত করার।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা ‘এক্স’ হ্যান্ডেলে বলেছে, “আবার একটা! ১৩ মে সোমবার এম ৬.৬ শ্রেণির সৌর উদ্‌গিরণ হয়েছে। (গত সপ্তাহে যে ক’টা উদ্‌গিরণ সেগুলোর মতো শক্তিশালী নয় বটে, তবে যথেষ্ট জোরদার)। এই সপ্তাহে আমরা সৌরঝড় এবং পৃথিবীতে তার প্রভাব নিয়ে নানা প্রশ্নের জবাব দিচ্ছি। দেখতে থাকুন!”

মেরুজ্যোতি তথা ‘অরোরা’ স্বাভাবিক আলোকে সম্মোহিত করে দেয়। তার ফলে আকাশে সৃষ্টি হয় উজ্জ্বল আলোর অসংখ্য ফিতে। নানা রঙের আলো। এই আলোর ছটা সাধারণত মেরু অঞ্চলে দৃশ্যমান হয়। বিশ্বের অন্য স্থান থেকে এই মেরুজ্যোতি দেখা যাবে কি না তা নির্ভর করে সৌরঝড়ের তীব্রতার উপরে। গত সপ্তাহে ভারতের লাদাখ থেকেও মেরুজ্যোতি দেখা গিয়েছিল কারণ সৌরঝড়ের তীব্রতা ছিল খুব বেশি।

সৌরঝড়ের তীব্রতা মাপা হয় ‘জি স্কেলে’ অর্থাৎ জিওম্যাগনেটিক স্টর্ম স্কেলে। এর পাল্লা জি১ থেকে জি৫ পর্যন্ত। প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন ভূচুম্বকীয় ক্রিয়াকলাপ দেখা যায়। জি১ মাপের সৌরঝড় পাওয়ার গ্রিডে ছোটোখাটো প্রভাব ফেলতে পারে। কিন্তু সৌরঝড়ের তীব্রতা যদি জি৫ হয়, তা হলে তা বিদ্যুৎ পরিষেবা এবং উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় বড়ো রকম বিঘ্ন সৃষ্টি করতে পারে।

গত শুক্রবার যে সৌরঝড় পৃথিবীতে আঘাত হেনেছিল তার তীব্রতা ছিল জি৫। দু’ দশক পরে এত তীব্র সৌরঝড় পৃথিবীতে আঘাত হানল। সৌরঝড় এত তীব্র ছিল বলেই তা ভারতের লাদাখ থেকে দেখা গিয়েছিল।

আরও পড়ুন

রঙিন আলোয় উজ্জ্বল রাতের আকাশ, ভারতের লাদাখ থেকেও দেখা গেল মেরুজ্যোতি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।