Homeখেলাধুলোক্রিকেটবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, কোথায় দেখবেন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, কোথায় দেখবেন

প্রকাশিত

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দীর্ঘ এক দশক ধরে ভারতীয় দল কোনো আইসিসি খেতাব জিততে পারিনি। সেই আক্ষেপ দূর করে করতেই মাঠে নামছে টিম ইন্ডিয়া। এই নিয়ে দ্বিতীয় বার ভারত এবং অস্ট্রেলিয়া কোনো আইসিসি প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হচ্ছে।

টেস্ট বিশ্বকাপ ফাইনালের আগে এক বারই আইসিসির কোনও প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। ২০০৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে রিকি পন্টিংয়ের দলের বিরুদ্ধে খেলেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দল। তার পর কেটে গিয়েছে ২০ বছর। টেস্ট বিশ্বকাপের ফাইনালে আবার মুখোমুখি হচ্ছে দু’দেশ। 

খেতাবি লড়াইয়ে নামার আগেই টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও সাফ জানিয়ে দিয়েছেন, জয় ছাড়া অন্য কোনো ভাবনাকে প্রশ্রয় দিচ্ছেন না তিনি। তাঁর কথায়, “প্রত্যেক অধিনায়কই ম্যাচ জিততে চায়। আর গুরুত্বপূর্ণ ম্যাচ হলে তো কথাই নেই। আমিও তার ব্যতিক্রম নই। জয়ের লক্ষ্যেই তো খেলতে নামা। ক্যাপ্টেনের পদ থেকে সরে দাঁড়ানোর আগে দেশকে একটি বা দুটো ট্রফি দিতে চাই”।

রোহিতের সংযোজন, “দলের প্রত্যেকে জানে, গত কয়েক বছরে আমরা কী অর্জন করতে পেরেছি, আর কী পারিনি। টি-২০ বিশ্বকাপের সময়ও আমাকে আইসিসি ট্রফির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তখনও বলেছিলাম, সেরাটা মেলে ধরতে আমরা বদ্ধপরিকর। তবে ট্রফির ব্যাপারে খুব বেশি ভেবে নিজেদের উপর চাপ বাড়াতে চাইছি না। প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। এ বার মাঠে তা বাস্তবায়িত করতে হবে”।

গতবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। তবে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এ বার মাঠে নামছে রোহিত-ব্রিগেড। স্টার স্পোর্টস নেটওয়ার্ক টিভিতে সম্প্রচার করবে ওভালের ওই ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এ ছাড়া ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখা যাবে।

আরও পড়ুন: অনুশীলনে চোট রোহিত শর্মার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন তো

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?