Homeখেলাধুলোক্রিকেটএকটি যুগের অবসান! প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি

একটি যুগের অবসান! প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার সেলিম দুরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। জামনগরে নিজের বাড়িতেই তিনি মারা গিয়েছেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। দেশের হয়ে একাধিক ঐতিহাসিক জয়ের নায়কের প্রয়াণে ভারতীয় ক্রিকেটের একটি যুগের অবসান হল।

বহুদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন সেলিম দুরানি। গুজরাতের জামনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এর আগে জানুয়ারিতে তাঁর উরুর হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তাঁর অস্ত্রোপচারও করতে হয়েছিল।

১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বই টেস্টে সেলিম দুরানির অভিষেক হয়েছিল। জাতীয় দলের হয়ে প্রায় ১৪ বছর প্রতিনিধিত্ব করেন। ছয় এবং সাতের দশকে সেলিম দুরানি ক্রিকেট জগতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি নিজের অলরাউন্ড পারফরমেন্সের দৌলতে একটা আলাদা পরিচিতি তৈরি করেন। ভারতীয় ক্রিকেট ইতিহাসে দুরানি একজন দুর্দান্ত অলরাউন্ডার হিসেবেই নাম লিখিয়েছেন। ছয়ের দশকের গোড়াতেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন অর্জুন সম্মান।

১৯৬১-৬২ সালে কলকাতা ও চেন্নাইয়ে (তখন মাদ্রাজ) ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিখ্যাত জয়ের কারিগর ছিলেন তিনি। নিয়েছিলেন যথাক্রমে ৮ ও ১০ উইকেট। একদশক পরে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়েরও অন্যতম কারিগর সেই দুরানিই। আউট করেছিলেন ক্লাইভ লয়েড ও গ্যারি সোবার্সকে।

২৯টি টেস্ট খেলা দুরানির ব্যাটিং গড় ছিল ২৫-এর সামান্য বেশি। এক সেঞ্চুরি-সহ ১২০২ রান আর ৭৫ উইকেটের পরিসংখ্যানে তাই তাঁকে মাপা শুধু কঠিনই নয়, আদতে অসম্ভবই। ক্রিকেট-চেতনায় প্রভাব ফেলার ব্যাপারটাই যে পরিসংখ্যানে অনুপস্থিত! বাঁহাতি অর্থোডক্স স্পিন বোলিংয়ের পাশাপাশি ছক্কা মারার জন্যও বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তিনি। কেরিয়ারের একমাত্র শতরান শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কপিলে দেবের আগমনের আগে পর্যন্ত সময়ে দুরানিই যে শ্রেষ্ঠ অলরাউন্ডার ছিলেন, এবিষয়ে অনেকেই একমত। 

দুরানিই একমাত্র ভারতীয় ক্রিকেটার, যাঁর জন্ম আফগানিস্তানে। ১৯৩৪ সালের ১১ ডিসেম্বর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেছিলেন সেলিম দুরানি। মাত্র ৮ মাস বয়সেই তাঁর পরিবার পাকিস্তানের করাচিতে এসে বসবাস করতে শুরু করে। এরপর যখন ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যায়, সেইসময় তিনি ভারতে চলে এসেছিলেন।

আরও পড়ুন: এ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান, আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি অর্থমন্ত্রকের

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, জামাইকায় শেষ বারের মতো দেশের জার্সিতে মাঠে নামবেন আন্দ্রে রাসেল

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে জানাচ্ছেন বিদায়। জামাইকার সাবাইনা পার্কেই হবে তাঁর শেষ ম্যাচ।

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শেষ দুই উইকেটে অদম্য লড়াই জাদেজা-বুমরাহ-সিরাজের, তবু জয় অধরাই থাকল

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: স্টোকসদের ১৯২ রানে বেঁধে রেখেও জয়-পরাজয়ের দোলায় দুলছেন শুভমনরা  

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...