অস্ট্রেলিয়া: ৪৬৯ ও ২৭০/৮ ডিক্লেয়ার
ভারত: ২৯৬ ও ১৬৪/৩
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কঠিন চ্যালেঞ্জের সামনে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি আর অজিঙ্কে রাহানের কাঁধে ভর দিয়ে লক্ষ্যের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলতে হলে ইতিহাস গড়তে হবে ভারতকে।
শনিবার ৮ উইকেটে ২৭০ রানে ইনিংস ডিক্লেয়ার করল অস্ট্রেলিয়া। কেরি ৬৬ এবং স্টার্ক মাত্র ৫৭ বলে ৪১ রানের ইনিংস খেললেন। ভারতের মাথায় চাপল ৪৪৪ রানের বোঝা। অন্য দিকে, ৩ উইকেটে ১৬৪ রানে শেষ হয়েছে চতুর্থ দিনের খেলা। ম্যাচ জিততে শেষ দিনে ২৮০ রান করতে হবে ভারতকে। অস্ট্রেলিয়ার জিততে দরকার ৭ উইকেট।
আপডেট পড়ুন এখানে: ২০৯ রানে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয় অস্ট্রেলিয়ার
লক্ষ্য কঠিন থাকলেও ভারত শুরুটা বেশ ভালো করেছিল। ড্রয়ের জন্য না খেলে নিজেদের শট খেলছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। এরই মধ্যে চা বিরতির আগে ১৮ রান করে আউট হলেন শুভমন। কিন্তু তাঁর আউট নিয়ে প্রশ্ন উঠেছে। স্কট বোলান্ডের বল শুভমনের ব্যাটে লেগে স্লিপে যায়। ক্যামেরন গ্রিন এক হাতে সেই বল ধরেন। কিন্তু বল মাটি ছুঁয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তৃতীয় আম্পায়ার আউট দেন।
ভালো খেলছিলেন রোহিত। কিন্তু ৪৩ রানের মাথায় আউট হলেন তিনি। লায়নের বল রোহিতের প্যাডে লাগে। আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভারত অধিনায়ক। ঠিক পরের ওভারেই আউট হয়ে গেলেন পুজারা। ২৭ রান করেছেন পুজারা।
ভারতের সামান্য যে আশার আলো এখনও টিমটিম করে জ্বলছে, সেটা ওই বিরাট আর রাহানের ৭১ রানের নিখুঁত জুটির উপর ভর করেই। পঞ্চম দিনও যদি বিরাটরা এমন নিখুঁত ক্রিকেট খেলে যেতে পারেন, তা হলে কে বলতে পারে, কোনো মিরাক্যাল হবে না?
আরও পড়ুন: ডব্লিউটিসি ফাইনাল: ফলোঅন বাঁচাল ভারত, ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া