Homeখেলাধুলোক্রিকেটটি২০ সিরিজ: রুদ্ধশ্বাস শেষ ওভার, শেষ বলে রিঙ্কু জয় এনে দিলেন ভারতের

টি২০ সিরিজ: রুদ্ধশ্বাস শেষ ওভার, শেষ বলে রিঙ্কু জয় এনে দিলেন ভারতের

প্রকাশিত

অস্ট্রেলিয়া: ২০৮-৩ (জোশ ইংলিস ১১০, স্টিভ স্মিথ ৫২, প্রসিধ কৃষ্ণ ১-৫০)

ভারত: ২০৯-৮ (সূর্যকুমার যাদব ৮০, ঈশান কিষান ৫৮, তনবীর সংঘ ২-৪৭)  

বিশাখাপত্তনম: রুদ্ধশ্বাস ম্যাচ বোধহয় একেই বলে। ম্যাচের শেষ ওভারে চূড়ান্ত উত্তেজনা। বল করছেন সন অ্যাবট। অক্ষর পটেল কিছু ‘ডট’ বল দিয়ে যখন অ্যাবটের বলে তাঁকেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন তখন জয়ের জন্য ভারতের দরকার ২ রান, রয়েছে ৩ বল। পর পর দুটো বলে রান আউট রবি বিশনয় আর অর্শদীপ সিং। হাতে রয়েছে ১ বল। জয়ের জন্য দরকার ১ রান। ব্যাট হাতে রিঙ্কু সিং।

মাঠে প্রচণ্ড টেনশন। ম্যাচ কি তবে সুপার ওভারে যাবে? ১ রান আটকানোর জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড ফিল্ডার দিয়ে ঘিরে ফেলেছেন রিঙ্কুকে। মাছি গলার উপায় নেই। শেষ বল করলেন অ্যাবট। লং অনের উপর দিয়ে রিঙ্কু বল পাঠিয়ে দিলেন সীমানার ওপারে। না, ছয় হল না। বলটা ছিল নো বল। তাই ৬ নয়, এল ১ রান। তবে কাজের কাজ হয়ে গেল। ভারতকে ২ উইকেটে জিতিয়ে দিলেন রিঙ্কু। পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-০ ফলে এগিয়ে থাকল। বিশ্বকাপের ফাইনালে হারের কিছুটা যেন বদলা নেওয়া হল।

সেঞ্চুরি করলেন জোশ ইংলিস        

বৃহস্পতিবার বিশাখাপত্তনমের ড. ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ভারত। অস্ট্রেলিয়া সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে। ঝড়ের গতিতে রান তুলতে থাকে তারা। ভারতের কোনো বোলারকেই রেয়াত করেনি তারা। দলের ১০০ রান ওঠে মাত্র ১১.৩ ওভারে। এর মধ্যে অস্ট্রেলিয়া হারায় মাত্র ১ উইকেট। ১১ বলে ১৩ রান করে রবি বিশনয়ের বলে বোল্ড হয়ে যান ম্যাথু শর্ট। দলের রান তখন ৪.৪ ওভারে ৩১।

স্টিভ স্মিথের সঙ্গী হন জোশ ইংলিস। ইংলিস আসার পর রান ওঠার গতি আরও বাড়ে। রবি বিশনয়কে ছয় মেরে ইংলিস দলের ১০০ রান পূর্ণ করেন। ওই ছয়তে নিজের ৫০ রানও পূর্ণ হয়। রবির ওই ওভারেই ১৮ রান তোলেন জোশ ইংলিস। এর পর স্টিভ স্মিথ নিজের ৫০ রান পূর্ণ করেন ১৬তম ওভারের তৃতীয় বলে মুকেশ কুমারকে ৪ মেরে। কিন্তু পরের বলেই রান আউট হয়ে যান তিনি। স্মিথ করেন ৪২ বলে ৫১ রান।

ততক্ষণে অবশ্য ইংলিস তাঁর শতরানের কাছাকাছি এসে গিয়েছেন। পরের ওভারে চতুর্থ বলে অর্শদীপকে ৪ মেরে সেঞ্চুরি করেন ইংলিস। সেই ওভারেই অর্শদীপের বল দু’বার বাউন্ডারির বাইরে পাঠিয়ে ইংলসি পৌঁছে যান ১১০ রানে। পরের ওভারে অর্থাৎ ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলে প্রসিধ কৃষ্ণের বলে যশস্বী জয়সোয়ালকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ইংলিস। ইংলিস ১১০ রান করেন মাত্র ৫০ বলে। ইংলিস যখন আউট হন দলের রান তখন ১৮০। এর পর ইনিংসের শেষ ১৬ বলে টিম ডেভিড এবং মার্কাস স্টয়নিস যোগ করেন ২৮ রান। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ২০ ওভারে করে ৩ উইকেটে ২০৮ রান। ডেভিড ১৩ বলে ১৯ এবং স্টয়নিস ৬ বলে ৭ রান করে নট আউট থাকেন।

‘প্লেয়ার অভ দ্য ম্যাচ’ সূর্যকুমার যাদব

জয়ের জন্য প্রয়োজনীয় ২০৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে শুরতেই উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে যান ঋতুরাজ গায়কোয়াড়। দলের রান তখন ১১। দলের ২২ রানে ফিরে যান যশস্বী জয়সোয়াল। ৮ বলে ২১ রান করে ম্যাথু শর্টের বলে স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন যশস্বী। ২ উইকেটে ২২ রান। ভারতের সমর্থকরা ধরেই নিয়েছিলেন বিশ্বকাপ ফাইনালের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি ম্যাচে হারের মুখ দেখতে চলেছে ভারত।

ঈশান কিষানের সঙ্গী হন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমারের পারফরম্যান্স সবাই দেখেছেন। তাই তাঁর ওপর ভরসা রাখতে পারেনি ভারতের সমর্থকরা। কিন্তু এই সূর্যকুমারই অন্য রূপে অবতীর্ণ হলেন। টি২০ ক্রিকেটে ব্যাটার হিসাবে বিশ্ব র‍্যাঙ্কিং-এ কেন সূর্যকুমার এক নম্বরে রয়েছেন, তার প্রমাণ দিয়ে দিলেন তিনি। ঈশান কিষানকে নিয়ে সূর্যকুমার ঝড় তুললেন। তৃতীয় উইকেটে যোগ হল ১১২ রান, ১০ ওভারে। ৩৯ বলে ৫৮ রান করে তনবীর সংঘের বলে ম্যাথু শর্টকে ক্যাচ দিয়ে বিদায় নিলেন ঈশান।

সূর্যকুমারের সঙ্গী হলেন তিলক বর্মা। চতুর্থ উইকেটের জুটিতে যোগ হল ২০ রান ১৩ বলে। তিলককেও তুলে নিলেন তনবীর। মার্কাস স্টয়নিসকে ক্যাচ দিয়ে তিলক ফিরে গেলেন। সূর্যকুমার এবার সঙ্গী হিসাবে পেলেন রিঙ্কু সিংকে। পঞ্চম উইকেটের জুটিতে ১৭ বলে যোগ হল ৪০ রান। দলের ১৯৪ রানের মাথায় ফিরে গেলেন আজকের নায়ক সূর্যকুমার। ৪২ বলে ৮০ রান করে জ্যাসন বেহরেনডর্ফের বলে আরন হার্ডিকে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি। দলকে রেখে গেলেন জয়ের দোরগোড়ায়।

জয়ের জন্য আর দরকার ১৫ রান, হাতে ১৪ বল। নামলেন অক্ষর পটেল। সবাই যখন ভাবছেন জয়ের সমীকরণ তো খুব সোজা, ঠিক তখনই শুরু হল খেলা। গোটাচারেক ডট বল খেলে পরিস্থিতি জটিল করে অক্ষর যখন প্যাভিলিয়নে ফিরে গেলেন তখন তিনটি ফলই সম্ভব ছিল – যে কোনো দলের জয় বা ম্যাচ সুপার ওভারে যাওয়া। শেষ পর্যন্ত উদ্ধারকর্তা হিসাবে অবতীর্ণ হলেন রিঙ্কু সিং। টি২০ সিরিজের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখল ভারত। বিশ্বকাপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর এই জয়ে যেন দুধের স্বাদ ঘোলে মিটল। ‘প্লেয়ার অভ দ্য ম্যাচ’ হলেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন

‘বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা মুম্বইয়ে হলে ভারত জিতত’, ফের বিতর্ক উস্কে দিলেন মমতা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে পালটে গেল ভারতের কোচিং দল, রাহুলের জায়গায় এলেন লক্ষণ

সাম্প্রতিকতম

আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণ মামলাতেও সিবিআই-এর হাতে গ্রেফতার সন্দীপ, ধৃত টালা থানার প্রাক্তন ওসিও

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। এই ঘটনায় নতুন করে তদন্তের গতি আসছে।

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

আরও পড়ুন

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শিখর ধাওয়ান জানালেন, তিনি আবার মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার জন্য। কিংবদন্তিদের লিগে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?