Homeখেলাধুলোক্রিকেটএশিয়াড ফুটবল: মায়ানমারের সঙ্গে ১-১ ড্র করে ‘রাউন্ড অফ ১৬’-য় ভারত

এশিয়াড ফুটবল: মায়ানমারের সঙ্গে ১-১ ড্র করে ‘রাউন্ড অফ ১৬’-য় ভারত

প্রকাশিত

ভারত ১ (সুনীল ছেত্রী) মায়ানমার ১ (কিয়ো হিতয়ে)  

হ্যাংঝাউ (চিন): এই মহাদেশীয় গেমসের আসরে ফুটবল প্রতিযোগিতায় ১৩ বছর পর নক আউট পর্যায়ে পৌঁছে গেল ভারত। রবিবার মায়ানমারের বিরুদ্ধে তারা ১-১ গোলে খেলা অমীমাংসিত রাখে। গ্রুপ ‘এ’ থেকে ‘রাউন্ড অফ ১৬’ তথা প্রি-কোয়ার্টারফাইনালে চলে গেল ভারত। প্রি-কোয়ার্টারে ভারত মুখোমুখি হবে সৌদি আরব অথবা ইরানের।      

গ্রুপ ‘এ’ থেকে প্রি-কোয়ার্টারফাইনালে যেতে হলে ভারতকে এ দিন মায়ানমারের সঙ্গে অন্তত ড্র করতে হত। ভারত সেটাই করল। আর এই কৃতিত্বের মূলে রয়েছেন কিন্তু সেই সুনীল ছেত্রী, ভারতের ফুটবল-অধিনায়ক। এই বর্ষীয়ান ফুটবলার আজও ভারতীয় দলে অপরিহার্য হয়ে রয়েছেন।   

এর আগে এ বছরের গোড়ায় ইমফলে অনুষ্ঠিত ত্রিদেশীয় প্রতিযোগিতায় মায়ানমারকে ১-০ গোলে হারায় ভারত। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছিলেন অনিরুদ্ধ থাপা। তবে গত খেলার ফলের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা খুব কমই ছিল। কারণ দুই দেশই দলে প্রচুর নতুন মুখ এনেছে। এবং এঁরা বেশির ভাগই অনূর্ধ্ব ২৪।

প্রথমার্ধে ভারত এগিয়ে গেল

এ দিন ম্যাচের শুরু থেকেই ভারত আক্রমণে উঠে আসে, চাপে রাখে মায়ানমারকে। তবে ৮ মিনিটে ভারতের পক্ষে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পায় মায়ানমার। তবে ওয়াই-এর কিক হেড করে কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন সুনীল। কর্নার থেকে আবার চেষ্টা করেছিলেন ওয়াই। তবে ভারতের রক্ষণভাগ সজাগ থাকায় বিপদ কিছু হয়নি।       

ভারতের গোল আসে ম্যাচের ২৩ মিনিটে। মায়ানমারের বক্সের মধ্যে রহিম আলিকে স্লাইডিং ট্যাকল করতে গিয়ে ফাউল করেন লিন। রেফারি ভারতকে পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি সুনীল। ফাউলের জন্য লিন হলুদ কার্ড দেখেন।

এর পরেও ভারতের আক্রমণ জারি থাকে। অঞ্জুকন্দন, চিঙ্গেলসানা বার বার বল নিয়ে উঠে আসেন মায়ানমারের রক্ষণভাগে। তবে তাঁদের আক্রমণ প্রতিহত করেন মায়ানমারের খেলোয়াড়রা। প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে থাকে।

সমতা ফেরাল মায়ানমার

দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ানমার আক্রমণে উঠে আসে। তবে নাইং-কে ঠিকমতো আটকে দিতে সমর্থ হন ঝিঙ্গান ও রহিম। ৫১ মিনিটে ভারতকে আরও এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হারান পরিবর্ত খেলোয়াড় গুরকিরাত। অরক্ষিত গুরকিরাত একেবারে বল নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন মায়ানমারের বক্সে। সামনে শুধু গোলকিপার আউং। কিন্তু গুরকিরাত সরাসরি আউং-এর গায়েই বল মারেন। ২ মিনিট পরেই আবার সুযোগ ভারতের। রহিম আলি গোল লক্ষ্য করে যে শট নেন তা কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন আউং।

ম্যাচের ৬০ মিনিটে গোল বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার ধীরাজ। মিন গোল লক্ষ্য করে যে শট নিয়েছিলেন তা ঝাঁপিয়ে পড়ে বাঁচান ধীরাজ। আক্রমণ, প্রতি-আক্রমণে খেলা চলতে থাকে। ৭৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মায়ানমার। হেড দিয়ে ধীরাজকে পরাস্ত করেন মায়ানমারের পরিবর্ত খেলোয়াড় কিয়ো হিতয়ে। এর পর দু’ পক্ষই চালিয়ে যায় জয়সূচক গোল করার। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

আরও পড়ুন   

এশিয়াডের প্রথম দিনেই ৫ পদক! বঙ্গতনয়া মেহুলির হাত ধরে শুটিংয়ে রুপো, রোয়িংয়ে চমকপ্রদ সাফল্য ভারতের

এশিয়াড মহিলা ফুটবল: থাইল্যান্ডের কাছে হেরে গেমস থেকে ছিটকে গেল ভারত

এশিয়াড মহিলা ক্রিকেট: বাংলাদেশকে হারিয়ে রুপো নিশ্চিত করল ভারত

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?