Homeখেলাধুলোক্রিকেটএশিয়াড ফুটবল: মায়ানমারের সঙ্গে ১-১ ড্র করে ‘রাউন্ড অফ ১৬’-য় ভারত

এশিয়াড ফুটবল: মায়ানমারের সঙ্গে ১-১ ড্র করে ‘রাউন্ড অফ ১৬’-য় ভারত

প্রকাশিত

ভারত ১ (সুনীল ছেত্রী) মায়ানমার ১ (কিয়ো হিতয়ে)  

হ্যাংঝাউ (চিন): এই মহাদেশীয় গেমসের আসরে ফুটবল প্রতিযোগিতায় ১৩ বছর পর নক আউট পর্যায়ে পৌঁছে গেল ভারত। রবিবার মায়ানমারের বিরুদ্ধে তারা ১-১ গোলে খেলা অমীমাংসিত রাখে। গ্রুপ ‘এ’ থেকে ‘রাউন্ড অফ ১৬’ তথা প্রি-কোয়ার্টারফাইনালে চলে গেল ভারত। প্রি-কোয়ার্টারে ভারত মুখোমুখি হবে সৌদি আরব অথবা ইরানের।      

গ্রুপ ‘এ’ থেকে প্রি-কোয়ার্টারফাইনালে যেতে হলে ভারতকে এ দিন মায়ানমারের সঙ্গে অন্তত ড্র করতে হত। ভারত সেটাই করল। আর এই কৃতিত্বের মূলে রয়েছেন কিন্তু সেই সুনীল ছেত্রী, ভারতের ফুটবল-অধিনায়ক। এই বর্ষীয়ান ফুটবলার আজও ভারতীয় দলে অপরিহার্য হয়ে রয়েছেন।   

এর আগে এ বছরের গোড়ায় ইমফলে অনুষ্ঠিত ত্রিদেশীয় প্রতিযোগিতায় মায়ানমারকে ১-০ গোলে হারায় ভারত। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছিলেন অনিরুদ্ধ থাপা। তবে গত খেলার ফলের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা খুব কমই ছিল। কারণ দুই দেশই দলে প্রচুর নতুন মুখ এনেছে। এবং এঁরা বেশির ভাগই অনূর্ধ্ব ২৪।

প্রথমার্ধে ভারত এগিয়ে গেল

এ দিন ম্যাচের শুরু থেকেই ভারত আক্রমণে উঠে আসে, চাপে রাখে মায়ানমারকে। তবে ৮ মিনিটে ভারতের পক্ষে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পায় মায়ানমার। তবে ওয়াই-এর কিক হেড করে কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন সুনীল। কর্নার থেকে আবার চেষ্টা করেছিলেন ওয়াই। তবে ভারতের রক্ষণভাগ সজাগ থাকায় বিপদ কিছু হয়নি।       

ভারতের গোল আসে ম্যাচের ২৩ মিনিটে। মায়ানমারের বক্সের মধ্যে রহিম আলিকে স্লাইডিং ট্যাকল করতে গিয়ে ফাউল করেন লিন। রেফারি ভারতকে পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি সুনীল। ফাউলের জন্য লিন হলুদ কার্ড দেখেন।

এর পরেও ভারতের আক্রমণ জারি থাকে। অঞ্জুকন্দন, চিঙ্গেলসানা বার বার বল নিয়ে উঠে আসেন মায়ানমারের রক্ষণভাগে। তবে তাঁদের আক্রমণ প্রতিহত করেন মায়ানমারের খেলোয়াড়রা। প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে থাকে।

সমতা ফেরাল মায়ানমার

দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ানমার আক্রমণে উঠে আসে। তবে নাইং-কে ঠিকমতো আটকে দিতে সমর্থ হন ঝিঙ্গান ও রহিম। ৫১ মিনিটে ভারতকে আরও এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হারান পরিবর্ত খেলোয়াড় গুরকিরাত। অরক্ষিত গুরকিরাত একেবারে বল নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন মায়ানমারের বক্সে। সামনে শুধু গোলকিপার আউং। কিন্তু গুরকিরাত সরাসরি আউং-এর গায়েই বল মারেন। ২ মিনিট পরেই আবার সুযোগ ভারতের। রহিম আলি গোল লক্ষ্য করে যে শট নেন তা কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন আউং।

ম্যাচের ৬০ মিনিটে গোল বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার ধীরাজ। মিন গোল লক্ষ্য করে যে শট নিয়েছিলেন তা ঝাঁপিয়ে পড়ে বাঁচান ধীরাজ। আক্রমণ, প্রতি-আক্রমণে খেলা চলতে থাকে। ৭৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মায়ানমার। হেড দিয়ে ধীরাজকে পরাস্ত করেন মায়ানমারের পরিবর্ত খেলোয়াড় কিয়ো হিতয়ে। এর পর দু’ পক্ষই চালিয়ে যায় জয়সূচক গোল করার। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

আরও পড়ুন   

এশিয়াডের প্রথম দিনেই ৫ পদক! বঙ্গতনয়া মেহুলির হাত ধরে শুটিংয়ে রুপো, রোয়িংয়ে চমকপ্রদ সাফল্য ভারতের

এশিয়াড মহিলা ফুটবল: থাইল্যান্ডের কাছে হেরে গেমস থেকে ছিটকে গেল ভারত

এশিয়াড মহিলা ক্রিকেট: বাংলাদেশকে হারিয়ে রুপো নিশ্চিত করল ভারত

সাম্প্রতিকতম

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের...

দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, বলছে এনসিআরবি রিপোর্ট  

খবর অনলাইন ডেস্ক: আবার দেশের সবচেয়ে নিরাপদ শহর হওয়ার সম্মান জুটল কলকাতার। ন্যাশনাল ক্রাইম...

‘সিআইডি’-এর ‘ফ্রেডরিক্‌স’ দীনেশ ফড়নিস মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত

মুম্বই: প্রয়াত হলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। সিরিয়ালপ্রেমী দর্শকরা তাঁকে ‘সিআইডি’ সিরিয়ালের...

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

আরও পড়ুন

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...