Homeখেলাধুলোক্রিকেট“না, রাহুল-সচিনের নাম থেকে রাচিনের নাম নয়”, তা হলে কী ভাবে এল...

“না, রাহুল-সচিনের নাম থেকে রাচিনের নাম নয়”, তা হলে কী ভাবে এল ওই নাম

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের এক বড়ো আবিষ্কার রাচিন রবীন্দ্র। দুর্দান্ত ফর্মে রয়েছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। বুধবার বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। সেমিফাইনালে ভারতকে জিততে হলে রাচিন রবীন্দ্রকে দ্রুত তুলে নিতে হবে।

এ বারের বিশ্বকাপ ক্রিকেটে যে সব ব্যাটার সবচেয়ে বেশি রান করার তালিকায় রয়েছেন, তাঁদের অন্যতম রাচিন রবীন্দ্র। ৯টি ইনিংসে ৫৬৫ রান করে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর রানে রয়েছে ৩টি সেঞ্চুরি এবং ২টি অর্ধশত রান। ব্যাটিং গড় ৭০.৬২।

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল। যে সব কিউয়ি ব্যাটার ভারতের মুখ্য লক্ষ্যবস্তু হবে, তাঁদের মধ্যে রাচিন রবীন্দ্র যে অন্যতম তাতে কোনো সন্দেহ নেই।

রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তাঁর দাদু-দিদিমা বেঙ্গালুরুতে থাকেন। এ বার বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতে এসে রাচিন তাঁদের সঙ্গে দেখা করে এসেছেন।

রাচিনের নাম নিয়ে একটা জনপ্রিয় কাহিনি চালু আছে ক্রিকেটপ্রেমীদের মহলে। বলা হয়, রাহুল দ্রাবিড়ের ‘রা’ আর সচিন তেন্ডুলকরের ‘চিন’ নিয়ে নাম ‘রাচিন’। কিন্তু ব্যাপারটি কী তা খোলসা করেছেন রাচিনের বাবা। তিনি বলেছেন, তাঁর পুত্রের নাম যে ওই ভাবে পরিকল্পনা করে দেওয়া হয়েছে তা নয়। রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি ‘দ্য প্রিন্ট’কে বলেন, “রাচিনের জন্মের পর আমার স্ত্রী নবজাতকের ওই নাম দেন। তখন ওই নাম নিয়ে আলোচনা করার কোনো ব্যাপার ছিল না। আমরা সঙ্গে সঙ্গেই ওই নাম রাখি।”

“নামটা ভালো লেগেছিল। ছোটো নাম, বানানটাও সোজা, তাই আমরা ওই নামটাই রেখে দিই। কয়েক বছর পরে বুঝলাম, আমাদের পুত্রের নাম রাহুল আর সচিনের নামের মিশ্রণ। ছেলেকে ক্রিকেটার তৈরি করার পরিকল্পনা করে ওই নাম রাখা হয়নি”, বলেছেন রবি কৃষ্ণমূর্তি।

কী ভাবে নিউজিল্যান্ডের ক্রিকেট টিমে তিনি অপরিহার্য হয়ে উঠলেন, সেই গল্প করেছেন ২৩ বছরের রাচিন। রাচিন ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। নিউজিল্যান্ডের প্রথম একাদশে জায়গা পাবেন, এটা ছ’ মাস আগেও ভাবতে পারতেন না রাচিন। কিন্তু এখন কিউয়ি টিমে দারুণ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন রাচিন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে রাচিনের ৪২ রান সেমিফাইনালের পথে নিউজিল্যান্ডকে এক কদম এগিয়ে দেয়। ভারতের মাঠে, বিশেষ করে বেঙ্গালুরুতে খেলে খুবই আনন্দ পেয়েছেন তিনি। যখনই মাঠে খেলছেন, শুনতে পাচ্ছেন দর্শকরা তাঁর নাম করে চিৎকার করছেন।

আরও পড়ুন

সেমিফাইনালে টিম ইন্ডিয়ার ‘তুরুপের তাস’, নিউজিল্যান্ড শিবিরে এই ভারতীয় বোলারকে নিয়ে আশঙ্কা              

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?