ওমান: ১৫০-৭ (প্রতীক অতাবলে ৫৪, আয়ান খান ৪১ নট আউট, সফিয়ান শরিফ ২-৪০, ক্রিস গ্রিভ্স ১-২)
স্কটল্যান্ড: ১৫৩-৩ (১৩.১ ওভারে) (ব্র্যান্ডন ম্যাকমুলেন ৬১ নট আউট, জর্জ মুনসে ৪১, বিলাল খান ১-১২, মেহরান খান ১-১৬)
খবর অনলাইন ডেস্ক: রান তাড়া করা একেই বলে। ওমানের দেওয়া জয়ের লক্ষ্যমাত্রায় স্কটল্যান্ড পৌঁছে গেল মাত্র ১৩.১ ওভারে। গড়ে ওভারপিছু ১১.৬ রান। জয়ের কান্ডারি ব্র্যান্ডন ম্যাকমুলেন আর জর্জ মুনসে। দু’জনে মোটামুটি ২০০ স্ট্রাইক রেটে রান তুলে স্কটল্যান্ডকে তাদের কাঙ্ক্ষিত জয় এনে দিলেন। ৭ উইকেটে ওমানকে হারাল স্কটল্যান্ড। ১৯৬.৭৭ স্ট্রাইক রেটে ৩১ বলে ৬১ রান করে নট আউট থেকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন ম্যাকমুলেন।
এই জয়ের পর গ্রুপ ‘বি’ থেকে ‘সুপার ৮ রাউন্ড’-এ যাওয়ার ব্যাপারে স্কটল্যান্ড অনেকটাই এগিয়ে রইল। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। নামিবিয়া এবং ওমানের বিরুদ্ধে জয় পেয়ে স্কটল্যান্ডের সংগ্রহ এখন ৫ পয়েন্ট। গ্রুপের শীর্ষে থাকা স্কটল্যান্ডের খেলা বাকি অস্ট্রেলিয়ার সঙ্গে। অস্ট্রেলিয়াও ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে।
রবিবার ভারতীয় সময় রাতে সাড়ে ১০টায় (স্থানীয় সময় দুপুর ১টা) অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম আয়োজিত হয় ২০২৪-এর আইসিসি টি২০ বিশ্বকাপের ২০তম ম্যাচ। টসে জিতে ব্যাটিং নেয় ওমান। ১৩ রানে প্রথম উইকেট হারালেও শেষ পর্যন্ত লড়াই করার মতো স্কোরে পৌঁছে যায় তারা। নির্ধারিত ২০ ওভারে করে ৭ উইকেটে ১৫০। দলের উইকেটকিপার প্রতীক অতাবলে অর্ধশত রান করেন (৪০ বলে ৫৪ রান)। আয়ান খান ৩৯ বলে ৪১ রান করে নট আউট থাকেন।
জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছোনোর জন্য শুরু থেকেই ঝড় তোলেন স্কটিশ ব্যাটাররা। ২১ রানে প্রথম উইকেট (মাইকেল জোন্স) পড়ে গেলেও তাঁরা থামেননি। দলের আর-এক ওপেনার জর্জ মুনসে তিন নম্বরে নামা ব্র্যান্ডন ম্যাকমুলেনের সঙ্গে জুটি বেঁধে মাত্র ৭.৫ দলের রান পৌঁছে দেন ৮৬-তে। ২০৫ স্ট্রাইক রেটে ব্যাট করে ২০ বলে ৪১ করেন মুনসে। এর পর ম্যাকমুলেনের সঙ্গী হন রিচি বেরিংটন। দু’জনের জুটি অটুট থাকে ১১০ রান পর্যন্ত। এর পর ব্র্যান্ডন ম্যাকমুলেন ও উইকেটকিপার ম্যাথু ক্রসের জুটি অবিচ্ছেদ্য থেকে দলের জন্য জয় এনে দেন। ক্রস ৮ বলে ১৫ রান করে নট আউট থাকেন। ম্যাকমুলেনের ৬১ রানে ছিল ২টি ছয় এবং ৯টি চার।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কঠিন লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিলেন বুমরাহ-হার্দিক