Homeখেলাধুলোক্রিকেটসাউথ আফ্রিকার কাছে লজ্জার হার! টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার সবচেয়ে...

সাউথ আফ্রিকার কাছে লজ্জার হার! টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে বাংলাদেশ

প্রকাশিত

সাউথ আফ্রিকা: ডি কক ১৭৪, ক্লাসেন ৯০, এডেন ৬০ মাহমুদ ২/৬৭, মেহেদি ১/৪৪ শাকিব ১/৬৯

বাংলাদেশ: মাহমুদুল্লা ১১১, লিটন ২২ জেরাল্ড ৩/৬২, জানসেন ২/৩৯, রাবাডা ২/৪২

সাউথ আফ্রিকার কাছে লজ্জার হার বাংলাদেশের। মঙ্গলবার ১৪৯ রানের বড় ব্যবধানে পরাস্ত হল বাংলাদেশ। ব্যাট হাতে মাহমুদুল্লা বাদে আর কেউ রান পাননি। ডি ককের সেঞ্চুরির পাল্টা ছিল মাহমুদুল্লার সেঞ্চুরি। তবে বাকি ব্য়াটাররা কেউ রান পাননি। ফলে তাঁর ইনিংস জলে গিয়েছে। বিশ্বকাপে পরপর ৪টি ম্যাচে হার। এই ম্য়াচে হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন আরও আরও ঝাপসা হয়ে গেল। পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে পৌঁছে গেল বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। শুরুটা ভাল না হলেও দুরন্ত ব্যাটিং করেন কুইন্টন ডি কক ও এডেন মার্করাম। দুজন মিলেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। শতরানের পার্টনারশিপও পূরণ করেন তাঁরা। ১৩১ রান জুটিতে যোগ করেন। ১৬৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ৬৯ বলে ৬০ রান করে আউট হন মার্করাম।

নিজের ইনিংস চালিয়ে যান ডি কক। আরও একটি শতরান করেন তিনি। হেনরি ক্লাসেন অপরদিকে এসেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। ডি কক ও ক্লাসেনও শতরানের পার্টনারশিপ পূরণ করেন। ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডিও টপকে যান ডি কক। ঝড়ের গতিতে ১৪২ রানের পার্টনারশিপ করেন ডিকক ও ক্লাসেন। শেষ পর্যন্ত ৩০৯ রানে তৃতীয় উইকেট পড়ে প্রোটিয়াদের। ১৪০ বলে ১৭৪ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন ডি কক। ১৫টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।

ডি কক ফিরলেও নিজের ব্যাটিং তাণ্ডব জারি রাখেন হেনরিক ক্লাসেন। তাঁকে সঙ্গ দেন ডেভিড মিলার। নিজের অর্ধশতরানও পূরণ করেন ক্লাসেন। ৪৯ বলে ৯০ রানের বিদ্ধংসী ইনিংস খেলে আউট হন ক্লাসেন। ২টি চার ও ৮টি ছয় মারেন তিনি। ৩৪ রানে ডেভিড মিলার ও ১ রানে মার্কো জানসেন অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করে সাউথ আফ্রিকা।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের যে শুরুটা করার দরকার ছিল সেই শুরুটা তারা করতে পারেনি। বলা ভালো প্রোটিয়াদের সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। ওপেনিং জুটি করে ৩০ রান। তানজিদ হাসান করেন ১২ রান ও লিটন দাস করেন ২২ রান। নাজমুল হোসেন শান্ত গোল্ডেন ডাক হন। অধিনায়ক সাকিব আল হাসান এক রান করেন। মুশফিকুর রহিম করেন ৮ রান। মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদরা ব্যর্থ হন।

তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে টানেন মাহমুদুল্লা রিয়াদ। তিনি ১১১ রান করেন। অপর প্রান্ত থেকে কোনও সাহায্য পাননি। যদি সাহায্য পেতেন তাহলে ফলটা হয়ত অন্য হতে পারত। ফলে ৪৬.৪ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২৩৩ রান করে তারা। দক্ষিণ আফ্রিকা জিতে যায় ১৪৯ রানে। তাদের হয়ে তিনটে উইকেট নেন জেরাল্ড কর্ৎজে। দুটি করে উইকেট নেন মার্কো জানসেন, লিজাদ উইলিয়ামসন, কাগিসো রাবাডা। একটি উইকেট নেন কেশব মহারাজ।

আরও পড়ুন: এই প্রথম বার পাকিস্তানকে হারাল আফগানিস্তান! বিশ্বকাপে হারের হ্যাটট্রিক বাবরদের

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?