Homeখেলাধুলোক্রিকেটসাউথ আফ্রিকার কাছে লজ্জার হার! টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার সবচেয়ে...

সাউথ আফ্রিকার কাছে লজ্জার হার! টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে বাংলাদেশ

প্রকাশিত

সাউথ আফ্রিকা: ডি কক ১৭৪, ক্লাসেন ৯০, এডেন ৬০ মাহমুদ ২/৬৭, মেহেদি ১/৪৪ শাকিব ১/৬৯

বাংলাদেশ: মাহমুদুল্লা ১১১, লিটন ২২ জেরাল্ড ৩/৬২, জানসেন ২/৩৯, রাবাডা ২/৪২

সাউথ আফ্রিকার কাছে লজ্জার হার বাংলাদেশের। মঙ্গলবার ১৪৯ রানের বড় ব্যবধানে পরাস্ত হল বাংলাদেশ। ব্যাট হাতে মাহমুদুল্লা বাদে আর কেউ রান পাননি। ডি ককের সেঞ্চুরির পাল্টা ছিল মাহমুদুল্লার সেঞ্চুরি। তবে বাকি ব্য়াটাররা কেউ রান পাননি। ফলে তাঁর ইনিংস জলে গিয়েছে। বিশ্বকাপে পরপর ৪টি ম্যাচে হার। এই ম্য়াচে হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন আরও আরও ঝাপসা হয়ে গেল। পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে পৌঁছে গেল বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। শুরুটা ভাল না হলেও দুরন্ত ব্যাটিং করেন কুইন্টন ডি কক ও এডেন মার্করাম। দুজন মিলেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। শতরানের পার্টনারশিপও পূরণ করেন তাঁরা। ১৩১ রান জুটিতে যোগ করেন। ১৬৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ৬৯ বলে ৬০ রান করে আউট হন মার্করাম।

নিজের ইনিংস চালিয়ে যান ডি কক। আরও একটি শতরান করেন তিনি। হেনরি ক্লাসেন অপরদিকে এসেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। ডি কক ও ক্লাসেনও শতরানের পার্টনারশিপ পূরণ করেন। ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডিও টপকে যান ডি কক। ঝড়ের গতিতে ১৪২ রানের পার্টনারশিপ করেন ডিকক ও ক্লাসেন। শেষ পর্যন্ত ৩০৯ রানে তৃতীয় উইকেট পড়ে প্রোটিয়াদের। ১৪০ বলে ১৭৪ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন ডি কক। ১৫টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।

ডি কক ফিরলেও নিজের ব্যাটিং তাণ্ডব জারি রাখেন হেনরিক ক্লাসেন। তাঁকে সঙ্গ দেন ডেভিড মিলার। নিজের অর্ধশতরানও পূরণ করেন ক্লাসেন। ৪৯ বলে ৯০ রানের বিদ্ধংসী ইনিংস খেলে আউট হন ক্লাসেন। ২টি চার ও ৮টি ছয় মারেন তিনি। ৩৪ রানে ডেভিড মিলার ও ১ রানে মার্কো জানসেন অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করে সাউথ আফ্রিকা।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের যে শুরুটা করার দরকার ছিল সেই শুরুটা তারা করতে পারেনি। বলা ভালো প্রোটিয়াদের সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। ওপেনিং জুটি করে ৩০ রান। তানজিদ হাসান করেন ১২ রান ও লিটন দাস করেন ২২ রান। নাজমুল হোসেন শান্ত গোল্ডেন ডাক হন। অধিনায়ক সাকিব আল হাসান এক রান করেন। মুশফিকুর রহিম করেন ৮ রান। মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদরা ব্যর্থ হন।

তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে টানেন মাহমুদুল্লা রিয়াদ। তিনি ১১১ রান করেন। অপর প্রান্ত থেকে কোনও সাহায্য পাননি। যদি সাহায্য পেতেন তাহলে ফলটা হয়ত অন্য হতে পারত। ফলে ৪৬.৪ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২৩৩ রান করে তারা। দক্ষিণ আফ্রিকা জিতে যায় ১৪৯ রানে। তাদের হয়ে তিনটে উইকেট নেন জেরাল্ড কর্ৎজে। দুটি করে উইকেট নেন মার্কো জানসেন, লিজাদ উইলিয়ামসন, কাগিসো রাবাডা। একটি উইকেট নেন কেশব মহারাজ।

আরও পড়ুন: এই প্রথম বার পাকিস্তানকে হারাল আফগানিস্তান! বিশ্বকাপে হারের হ্যাটট্রিক বাবরদের

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

প্রখ্যাত চিত্রসাংবাদিক সুপ্রিয় নাগ প্রয়াত

কলকাতা: ‘আজকাল’ পত্রিকার চিত্রসাংবাদিক সুপ্রিয় নাগ প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। অন্যান্য...

বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ষষ্ঠ টাটা স্টিল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা

সঞ্জয় হাজরা টাটা স্টিল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠতম সংস্করণের চূড়ান্ত বাছাই পর্ব মঙ্গলবার কলকাতায় সম্পন্ন...

ক্যানসার চিকিৎসায় নয়া দিশা, নতুন অ্যান্টিবডির খোঁজ পেলেন বিজ্ঞানীরা 

মারণরোগ ক্যানসারের নাম শুনলেই ভয় ধরে মনে। ক্যানসার চিকিৎসায় নয়া দিশা দেখালেন একদল গবেষক। সুইডেনের...

সল্টলেকে পথদুর্ঘটনায় স্কুলপড়ুয়ার মৃত্যুতে মুখ্যমন্ত্রীর উদ্বেগ, পরিবহণমন্ত্রীকে দ্রুত পদক্ষেপের নির্দেশ

সল্টলেকে পথ দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক স্কুলপড়ুয়ার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

সাউথ আফ্রিকা-ভারত টি২০: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৫ উইকেট বরুণ চক্রবর্তীর, তবু হার সূর্যকুমারদের

ভারত: ১২৪-৬ (হার্দিক পাণ্ড্য ৩৯ নট আউট, আইডেন মার্করাম ১-৪) সাউথ আফ্রিকা: ১২৮-৭ (ট্রিস্টান স্টাবস...

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারত, আইসিসি-কে জানাল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট দল ২০২৫ সালে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে না। ইএসপিএনক্রিকইনফো...

সাউথ আফ্রিকা-ভারত টি২০: সঞ্জুর শতরান, চার ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল সূর্যকুমারের দল

ভারত: ২০২-৮ (সঞ্জু স্যামসন ১০৭, তিলক বর্মা ৩৩, গেরাল্ড কোয়েৎসে ৩-৩৭) সাউথ আফ্রিকা: ১৪১ (১৭.৫...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে