Homeখেলাধুলোক্রিকেটটি-টোয়েন্টি দলে ফিরলেন বিরাট-রোহিত, কীসের ইঙ্গিত

টি-টোয়েন্টি দলে ফিরলেন বিরাট-রোহিত, কীসের ইঙ্গিত

প্রকাশিত

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করল বিসিসিআই। দলে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ও দিকে, টি২০ বিশ্বকাপের আর বাকি মাসছয়েক। রোহিত-বিরাটের এই প্রত্যাবর্তন কীসের ইঙ্গিত দিচ্ছে?

দীর্ঘ ১৪ মাস ধরে ভারতের টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন বিরাট-রোহিত। এই দীর্ঘ সময় ধরে তরুণ খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও কেন নির্বাচকরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অভাব ভরাট করতে পারেননি, তা নিয়েও প্রশ্ন উঠছে।

উল্লেখযোগ্য ভাবে, আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দলের নেতৃত্বে ফিরলেন রোহিত। জাতীয় নির্বাচকরা রোহিত-কোহলিকে ফিরিয়ে এটা স্পষ্ট করে দিলেন যে, দুই সিনিয়র তারকা ভারতের বিশ্বকাপ ভাবনায় ভালো মতোই রয়েছেন। মনে করা হচ্ছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাঁদের।

যেখানে কয়েক দিন ধরেই জল্পনা চলছিল যে, টি২০ বিশ্বকাপের দলে বিরাট ও রোহিতকে একসঙ্গে রাখতে চাইছেন না নির্বাচকরা। কিন্তু দল ঘোষণার পর এটাও প্রায় স্পষ্ট হয়ে গেছে যে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিতে দেখা যাবে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ হবেন বিরাট কোহলি।

তবে বিশ্লেষকদের মতে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়ার অন্যতম কারণ হল ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স। রোহিত শর্মা শুধু দুর্দান্তভাবে দলকে পরিচালনাই করেননি তবে একজন ওপেনার হিসাবেও তাঁর পারফরম্যান্স চোখে পড়ার মতো। প্রায় প্রতিটি ম্যাচেই দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন রোহিত শর্মা।

আফগানদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে। মোহালিতে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ইনদওরে, ১৪ জানুয়ারি। বেঙ্গালুরুতে ১৭ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধে ৭টা থেকে।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জীতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার।

আরও পড়ুন: ২২ মিনিটের বক্তৃতা, তাঁকে নিয়ে উচ্ছ্বাস, ব্রিগেডে ইঙ্গিত মীনাক্ষীই সিপিএমের ভবিষ্যতের মুখ

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?