Homeখেলাধুলোক্রিকেটটি-টোয়েন্টি দলে ফিরলেন বিরাট-রোহিত, কীসের ইঙ্গিত

টি-টোয়েন্টি দলে ফিরলেন বিরাট-রোহিত, কীসের ইঙ্গিত

প্রকাশিত

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করল বিসিসিআই। দলে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ও দিকে, টি২০ বিশ্বকাপের আর বাকি মাসছয়েক। রোহিত-বিরাটের এই প্রত্যাবর্তন কীসের ইঙ্গিত দিচ্ছে?

দীর্ঘ ১৪ মাস ধরে ভারতের টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন বিরাট-রোহিত। এই দীর্ঘ সময় ধরে তরুণ খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও কেন নির্বাচকরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অভাব ভরাট করতে পারেননি, তা নিয়েও প্রশ্ন উঠছে।

উল্লেখযোগ্য ভাবে, আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দলের নেতৃত্বে ফিরলেন রোহিত। জাতীয় নির্বাচকরা রোহিত-কোহলিকে ফিরিয়ে এটা স্পষ্ট করে দিলেন যে, দুই সিনিয়র তারকা ভারতের বিশ্বকাপ ভাবনায় ভালো মতোই রয়েছেন। মনে করা হচ্ছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাঁদের।

যেখানে কয়েক দিন ধরেই জল্পনা চলছিল যে, টি২০ বিশ্বকাপের দলে বিরাট ও রোহিতকে একসঙ্গে রাখতে চাইছেন না নির্বাচকরা। কিন্তু দল ঘোষণার পর এটাও প্রায় স্পষ্ট হয়ে গেছে যে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিতে দেখা যাবে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ হবেন বিরাট কোহলি।

তবে বিশ্লেষকদের মতে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়ার অন্যতম কারণ হল ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স। রোহিত শর্মা শুধু দুর্দান্তভাবে দলকে পরিচালনাই করেননি তবে একজন ওপেনার হিসাবেও তাঁর পারফরম্যান্স চোখে পড়ার মতো। প্রায় প্রতিটি ম্যাচেই দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন রোহিত শর্মা।

আফগানদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে। মোহালিতে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ইনদওরে, ১৪ জানুয়ারি। বেঙ্গালুরুতে ১৭ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধে ৭টা থেকে।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জীতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার।

আরও পড়ুন: ২২ মিনিটের বক্তৃতা, তাঁকে নিয়ে উচ্ছ্বাস, ব্রিগেডে ইঙ্গিত মীনাক্ষীই সিপিএমের ভবিষ্যতের মুখ

সাম্প্রতিকতম

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড টি২০: ৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় অভিষেক-বরুণদের  

ইংল্যান্ড: ১৩২ (জোস বাটলার ৬৮, বরুণ চক্রবর্তী ৩-২৩, অর্শদীপ সিংহ ২-১৭, অক্ষর পটেল ২-২২) ভারত:...

মঙ্গলবারও ইডেনে চলল অনুশীলন, সূর্য বললেন ইডেনের উইকেট বরাবরই হাই স্কোরিং

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরেই ইডেনের সবুজ মাঠে মুখোমুখি হবে ভারত ও...

শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি২০ ক্রিকেট, বুধবার ইডেনে প্রথম ম্যাচ

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ভারত। পাঁচটি টি২০ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে