Homeখেলাধুলোক্রিকেট৬ বছর পর এক দিনের ক্রিকেটে ফের বল করলেন বিরাট কোহলি, দেখুন...

৬ বছর পর এক দিনের ক্রিকেটে ফের বল করলেন বিরাট কোহলি, দেখুন ভিডিয়োয়

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

বাংলাদেশের বিরুদ্ধে চোট পেলেন হার্দিক পাণ্ড্য। ম্যাচের নবম ওভারে মাঠ ছাড়তে হল তাঁকে। সেসময় ওই ওভারের আরও তিনটি বল বাকি। হার্দিকের ওভার শেষ করার জন্য বিরাট কোহলির হাতেই বল তুলে দিলেন অধিনায়ক রোহিত শর্মা।

পুণের মাঠে নিজের প্রথম ওভারেই চোট পান হার্দিক। সবে মাত্র তিনটি বল করার পরই লিটন দাসের মারা স্ট্রেট ড্রাইভ পা দিয়ে আটকাতে গিয়ে পড়ে যান তিনি। বাঁ পায়ে চোট লাগে। ছুটে আসেন ফিজিও। এর পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় তাঁকে।

ব্যাথায় কাতর হার্দিক মাঠ ছাড়লে ভারত অধিনায়ক রোহিত শর্মা ওভারের বাকি বলগুলি করার জন্য বিরাট কোহলিকে ডেকে নেন। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট তিনটি বল করে দুই রান দেন। উল্লেখ্য যোগ্য ভাবে, ছয় বছরের মধ্যে এই প্রথম কোনো একদিনের আন্তর্জাতি ম্যাচে বোলিং করলেন কোহলি।

তবে পুরো ম্যাচে আর বল করতে হয়নি বিরাটকে। কারণ, হার্দিক মাঠ ছাড়লেও ভারতীয় দলে রয়েছেন আরও পাঁচ বোলার। কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, এবং রবীন্দ্র জাডেজা এবং শার্দূল ঠাকুরেরা হার্দিকের অনুপস্থিতি পূরণ করে দেন।

ভারত-বাংলাদেশ ম্যাচে দু’দলের টিম

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আরও পড়ুন: বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তবে…, বাংলাদেশের ক্রিকেটারদের কাছে সাহসী প্রতিজ্ঞা পাক অভিনেত্রীর

সাম্প্রতিকতম

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: বুমরাহ আসছেন, দলে আরও কিছু রদবদল হতে পারে

লর্ডসে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। লিডসে হারের পর এজবাস্টনে দুর্দান্ত জয়, সিরিজে সমতা। এখন নজর লর্ডসের মহারণে এগিয়ে যাওয়ার লড়াইয়ে।

লারার বিশ্বরেকর্ডের কাছে এসেও ইনিংস ডিক্লেয়ার করে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার, কেন?

শ্রয়ণ সেন একেই বলে স্পোর্টসম্যান স্পিরিট। তিনিই দলের অধিনায়ক। তিনি দলের স্কোরকে কত দূর নিয়ে যাবেন,...