Homeখেলাধুলোআইপিএলটানা চার ম্যাচে হার কলকাতার, ইডেনে রানের পাহাড় গড়ে জয় ধোনিদের

টানা চার ম্যাচে হার কলকাতার, ইডেনে রানের পাহাড় গড়ে জয় ধোনিদের

প্রকাশিত

চেন্নাই সুপার কিংস: ২৩৫/৪ (কনওয়ে-৫৬, রাহানে-৭১, দুবে-৫০ কুলবন্ত-৪৪/২)

কলকাতা নাইট রাইডার্স: ১৮৬/৮(রয়-৬১, রিঙ্কু-৫৩*)

কলকাতা: ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। এ বারের আইপিএলে নাইটদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। রবিবার ঘরের মাঠে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছেও হারল কেকেআর। এই নিয়ে প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ হারল কলকাতা।

আইপিএলে কেকেআরের অবস্থা যত দিন যাচ্ছে, তত খারাপ হচ্ছে। প্রতিটি দল এসে খোলনলচে বের করে দিয়ে যাচ্ছে শাহরুখ খানের দলের। ইডেনে আইপিএল-এর ৩৩তম ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ৪ উইকেটে ২৩৫ রান। জবাবে কলকাতার ইনিংস শেষ হল ৮ উইকেটে ১৮৬ রানে। ধোনিদের জয় ৪৯ রানে।

টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান নীতীশ রানা। ঝড়োগতিতে রান তুলে নেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (‌২০ বলে ৩৫)‌ ও ডেভন কনওয়ে (‌৪০ বলে ৫৬)‌ ২০ বলে হাফ সেঞ্চুরি করেন শিবম দুবে। ৭ বলে ১৮ রান করে আউট হন রবীন্দ্র জাডেজা। ২৪ বলে হাফ সেঞ্চুরি করেন অজিঙ্কা রাহানে। ২৯ বলে ৭১ রান করে অপরাজিত রয়ে যান তিনি।

২৩৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইট রাইডার্স। সুনীল নারাইনকে (‌০)‌। পরের ওভারে এন জগদীশন (‌১)‌। ভেঙ্কটেশ আয়ার (‌২০ বলে ২০)‌ ফেরার পর নীতীশ রানাও (‌২০ বলে ২৭)‌ দলকে বেশিক্ষণ টানতে পারেননি। জেসন রয় অবশ্য ১৯ বলে তিনি হাফ সেঞ্চুরি। ২৬ বলে ৬১ রান করেন তিনি। ব্যর্থ আন্দ্রে রাসেল (‌৯)‌। কিছুটা লড়াই করেন রিঙ্কু সিং (‌৩২ বলে অপরাজিত ৫৩)‌। তবে রয়-রিঙ্কুর লড়াই জয়ের জন্য যে যথেষ্ট ছিল না, এই যা।

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?