Homeখবররাজ্যশুরু হতে চলেছে ঝড়বৃষ্টির খেলা! কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার...

শুরু হতে চলেছে ঝড়বৃষ্টির খেলা! কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

প্রকাশিত

কলকাতা: ঝড়বৃষ্টির খেলা শুরু হতে চলেছে আগামীকাল (মঙ্গলবার) থেকেই। আংশিক মেঘলা আকাশ থাকবে পশ্চিমের জেলাগুলিতে। আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে বেশ কিছু জেলায়। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

গত কয়েকদিন আগে হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছিল, পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা। বৃষ্টি হওয়ার কথা ছিল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে গত কয়েকদিনে একাধিক জায়গায় কালবৈশাখী হয়েছে।

হাওয়া অফিসের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, আপাতত যেরকম পরিস্থিতি, তাতে আগামী সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার কালবৈশাখী হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সম্ভাবনা আছে। পরবর্তীতে আরও নিখুঁতভাবে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শহর কলকাতাতেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এই বৃষ্টি দু’-তিন দিন লাগাতার হতে পারে।

এ দিকে মার্চের শুরুতেই যে বাড়বে গরম, সেই পূর্বাভাস ইতিমধ্যেই মিলে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছিল, প্রথম সপ্তাহেই পারদ ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে। জেলায় জেলায় আবহাওয়ার ভোলবদলও শুরু হবে মার্চের প্রথম দিকে। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। গত সপ্তাহ থেকে দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে।

আরও পড়ুন: সময়ের আগেই বিপুল অঙ্কের ঋণ মেটাল আদানি গোষ্ঠী

সাম্প্রতিকতম

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।

সোনার দাম আবারও বাড়ল, জানুন কোথায় কত

গত সপ্তাহে সোনার দাম ক্রমাগত কমার পর এ সপ্তাহে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।...

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...