Homeখবরদেশকার দখলে কর্নাটক? ভোটগ্রহণ চলছে ২২৪ আসনে

কার দখলে কর্নাটক? ভোটগ্রহণ চলছে ২২৪ আসনে

প্রকাশিত

বুধবার সকাল ৭টা থেকে কর্নাটক বিধানসভার ২২৪টি আসনে ভোটগ্রহণ চলছে। মূল লড়াই ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী কংগ্রেস এবং জনতা দল সেকুলার (জেডিএস)-এর মধ্যে। ভোটারদের কাছে বিপুল সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাজ্য জুড়ে ৫৮ হাজার ৫৪৫টি ভোট কেন্দ্রে মোট ৫ কোটি ৩১ লক্ষ ৩৩ হাজার ৫৪ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ভোটাররা ২ হাজার ৬১৫জন প্রার্থীর নির্বাচনী ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের গণনা হবে আগামী শনিবার (১৩ মে)।

ভোটারদের মধ্যে ২ কোটি ৬৭ লক্ষ ২৮ হাজার ৫৩ জন পুরুষ, ২ কোটি ৬৪ লক্ষ ৭৪ জন মহিলা এবং ৪ হাজার ৯২৭ জন অন্যান্য। প্রার্থীদের মধ্যে ২ হাজার ৪৩০ জন পুরুষ এবং ১৮৪ জন মহিলা ও এক জন প্রার্থী অন্য লিঙ্গের। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, রাজ্যে এ বার নতুন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার ৫৫৮ জন।

বড়ো সংখ্যায় ভোটদানের সময় এসেছে বলে টুইটারে লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। একই সঙ্গে তিনি আশাপ্রকাশ করেন, কর্নাটকের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন যে তারা একটি প্রগতিশীল, স্বচ্ছ ও কল্যাণমুখী সরকার বেছে নেবেন।

টুইটারে অমিত শাহ লিখেছেন, “ভোটের দিনে, আমি কর্ণাটকের বোন এবং ভাইদের রাজ্যের সুশাসন, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাই”।

সকাল সকাল ভোট দিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএসইয়েদুরাপ্পা। তিনি বলেন, “কর্ণাটকের সমস্ত মানুষ যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিন, এই অনুরোধ করছি। আমি নিশ্চিত তারা বিজেপিকে ভোট দেবেন। ছেলে বিজয়েন্দ্র ৪০ হাজারের বেশি ভোট পেতে চলেছে। বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।