Homeচাষবাসের খবরবড়ো ধাক্কা বন্ধুদেশ রাশিয়ার! ভারতকে সারে ছাড় বন্ধ, সুযোগ বুঝে খেলা শুরু...

বড়ো ধাক্কা বন্ধুদেশ রাশিয়ার! ভারতকে সারে ছাড় বন্ধ, সুযোগ বুঝে খেলা শুরু চিনেরও

প্রকাশিত

সারের উপর ভারতকে ছাড় দেওয়া বন্ধ করে দিয়েছে রুশ সংস্থাগুলি। এ ভাবে বাজার মূল্যে সার দেওয়ার পদক্ষেপ ভারতের আমদানি ব্যয় এবং ভরতুকি বোঝা বাড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। সুযোগ বুঝে খেলা শুরু করেছে চিনও।

রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, কঠোর আন্তর্জাতিক সরবরাহের কারণে রাশিয়ার সংস্থাগুলি ডিএপির মতো সারের উপর ছাড় দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন তারা সাধারণ বাজার দরে ভারতে সার বিক্রি করছে। গত বছর, রাশিয়া ভারতে সবচেয়ে বড়ো সার সরবরাহকারী দেশ হিসাবে আবির্ভূত হয়েছিল। রাশিয়ার এই পদক্ষেপের কারণে ভারতের জন্য সার আমদানি ব্যয়বহুল হয়ে উঠতে পারে এবং এতে সরকারের উপর ভরতুকির বোঝা বাড়বে।

এ প্রসঙ্গে মুম্বই-ভিত্তিক একটি সংস্থার এক আধিকারিক বলেছেন,” আগামী কয়েক মাসে বিধানসভা নির্বাচন হবে ৯টি রাজ্যে। তার ঠিক আগে বিশ্বব্যাপী সারের দাম বাড়ছে। কৃষকদের রক্ষা করার জন্য ভরতুকি বাড়ানো ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই”।

ওয়াকিবহাল মহলের মতে, বিশ্বব্যাপী সারের দাম বেড়েছে। চিন এখন বিশ্বের বৃহত্তম সার রফতানিকারক। সুযোগ বুঝে তারাও এখন বিশ্বের অন্যান্য দেশে বিক্রি কমানোর চেষ্টা করছে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, বিদেশি সরবরাহকারীদের সঙ্গে আলোচনার দায়িত্বপ্রাপ্ত এক শীর্ষ শিল্প কর্মকর্তা বলেছেন, এখন কোনো ছাড় পাওয়া যাচ্ছে না। রুশ সার উৎপাদক সংস্থাগুলি ভারতকে বাজার মূল্যে সার দিচ্ছে।

গত ৩১ মার্চ শেষ হওয়া ২০২২-২৩ আর্থিক বছরে রাশিয়া থেকে ভারতের সার আমদানি ২৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৪৩.৫ লক্ষ টন হয়েছে। এর কারণ হল রাশিয়া ভারতকে ডিএপি, ইউরিয়া এবং এনপিকে সারে ছাড় দিয়েছে। বলে রাখা ভালো, আগে চিন, মিশর, জর্ডন ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে সার আমদানি করত ভারত।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের সাম্প্রতিক হিসেব অনুযায়ী, দেশে মোট ১ কোটি ২৩ লক্ষ টন ডিএপি-র প্রয়োজন। এর মধ্যে ৩৪ লক্ষ ৩৪ হাজার টন উৎপাদিত হয় এ দেশেই। অন্য দিকে, দেশের ইউরিয়ার প্রয়োজন ৩ কোটি ৫০ লক্ষ টন। এর মধ্যে ২ কোটি ৪০ লক্ষ টন ইউরিয়া উৎপাদিত হয় ভারতে। বাকিটা পূরণ করা হয় আমদানির মাধ্যমে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের আবহেও ভারতের সার আমদানিতে তেমন কোনো ব্যাঘাত ঘটেনি।

আরও পড়ুন: ভারতের সঙ্গে মিশে যাবে পাক-অধিকৃত কাশ্মীর, দাবি প্রাক্তন সেনাপ্রধানের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোররাতে কেঁপে উঠল অসম, মরিগাঁওয়ে ৫.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক ছড়াল বিস্তীর্ণ অঞ্চলে

অরূপ চক্রবর্তী গুয়াহাটি: ভোরের নীরবতা ভেঙে সোমবার কেঁপে উঠল অসম। ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ...

কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

কলকাতায় ফের নামছে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় দু’ডিগ্রি কমেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাসে ‘ধুরন্ধর’, বলিউডে নতুন রেকর্ড

রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ৩০ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে ₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাস তৈরি করল। বলিউডে এই নজির প্রথম।

গিরিশ মঞ্চে শুরু অষ্টম জাতীয় নাট্য উৎসব, উদ্বোধন করলেন ব্রাত্য বসু

গিরিশ মঞ্চে মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্র ও তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হল অষ্টম জাতীয় নাট্য উৎসব। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, শশী পাঁজা-সহ বিশিষ্টজনেরা।

আরও পড়ুন

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।

ইরানে রিয়ালের রেকর্ড পতনে দেশজুড়ে বিক্ষোভ, সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ

রিয়ালের ঐতিহাসিক পতনে ইরানে বিক্ষোভ, তেহরানসহ বিভিন্ন শহরে দোকান বন্ধ। সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ।